For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের এই শহরে শুরু হচ্ছে 'হেলি ট্যাক্সি'! মাত্র ১৫ মিনিটে পৌঁছনো যাবে বিমানবন্দরে

আইটি শহর বেঙ্গালুরুতে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত হেলি ট্যাক্সি পরিষেবা। আগামী মাসের শুরু থেকেই এই পরিষেবা শুরু হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

আইটি শহর বেঙ্গালুরুতে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত হেলি ট্যাক্সি পরিষেবা। আগামী মাসের শুরু থেকেই এই পরিষেবা শুরু হতে পারে বলে আশা করছেন থাম্বি এভিয়েশন, যে সংস্থা এই পরিবহণের পরিচালনার দায়িত্বে রয়েছে।

বেঙ্গালুরুতে শুরু হচ্ছে 'হেলি ট্যাক্সি' পরিষেবা

সংস্থা জানিয়েছে, ২টি বেল ৪০৭ হেলিকপ্টার তৈরি রয়েছে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি রুটে ইলেকট্রকনিক সিটি ফেজ-১-এ পৌঁছনো যাবে। অন্যটির মাধ্যমে হ্যাল বিমানবন্দরে পৌঁছনো যাবে। যেটি বাগিচা শহরে পুরনো বিমানবন্দর এলাকা বলে পরিচিত।

সাধারণত ইলেকট্রনিক সিটি থেকে বিমানবন্দরে পৌঁছতে গাড়িতে ২ ঘণ্টা সময় লাগে। তবে হেলি ট্যাক্সিতে চড়ে লাগবে মাত্র ১৫ মিনিট।

জানা গিয়েছে, সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে তিন রাউন্ড ট্রিপ করা যাবে। ও বিকেল ৩টে থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যেও তিন রাউন্ড ট্রিপ করবে হেলিকপ্টারটি। এক একবারে ৬জন পর্যন্ত যাত্রী হেলিকপ্টারে চড়ে যাতায়াত করতে পারবেন।

এক একটি সিটের জন্য দিতে হবে ৪১৩০ টাকা জিএসটি সমেত। আপনার বাড়ি থেকে পিক-অ্যান্ড-ড্রপ এর খরচ এতে ধরা থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সঙ্গে ১৫ কেজি পর্যন্ত ব্যাগ বহন করা যাবে। তার বেশি ওজন হলে আলাদা টাকা দিতে হবে।

হেলি ট্যক্সি মোবাইল অ্যাপ থেকে অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে হেলি ট্যাক্সির সিট বুক করা যাবে। আর কয়েকদিনের মধ্যেই অ্যাপও তৈরি হয়ে যাবে।

English summary
Heli Taxi service to be operational in Bangalore from KIA to Electronic City and HAL airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X