For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো করোনা পরীক্ষার জাল বিছিয়েছে প্রতারকরা, বাড়ছে আতঙ্ক

ভুয়ো করোনা পরীক্ষার জাল বিছিয়েছে প্রতারকরা, বাড়ছে আতঙ্ক

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমন৷ নতুন করে করোনা বাড়ার জন্য সরকারি ও বেসরকারিভাবে বাড়ছে কোভিড পরীক্ষাও৷ আর ঠিক এখানেই তৈরি হয়েছে নতুন আশঙ্কা। সম্প্রতি বেশ কিছু জাল কোভিড পরীক্ষার বিষয় সামনে এসেছে। বুধবার উত্তর বেঙ্গালুরুর থানিসান্দ্রারের বাসিন্দা ইগনাশিয়াস রড্রিগসের সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে৷ তিনি ফোনে একটি মেসেজ পেয়েছেন যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং করোনা পরীক্ষার জন্য একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে! রড্রিগস জানিয়েছে ইতিমধ্যে তো বটেই পাশাপাশি কখনওই তিনি করোনা পরীক্ষা করেননি৷ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন৷

ফেক করোনা পরীক্ষা নিয়ে কি বললেন রড্রিগস?

ফেক করোনা পরীক্ষা নিয়ে কি বললেন রড্রিগস?

রড্রিগস নিশ্চিত ছিলেন যে তিনি কিংবা তার পরিবারের কেউই সম্প্রতি করোনা টেস্ট করাননি৷ তাও তিনি এই মেসেজ পাওয়ার পর থেকে তার পরবর্তী প্রভাব সম্পর্কে চিন্তিত ছিলেন! রড্রিগস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি কখনও আরটি-পিসিআর পরীক্ষা করাইনি। এছাড়াও, আমি অন্য কোন উদ্দেশ্যে বা পরীক্ষা করাতে মেসেজে উল্লিখিত প্যাথল্যাবটিতে যাইনি। এই মেসেজটি বিভ্রান্তিকর এবং উদ্বেগজনক।

আরও যা বললেন ভুক্তভোগী রড্রিগস!

আরও যা বললেন ভুক্তভোগী রড্রিগস!

রড্রিগস ইতিমধ্যেই ব্রুহাত বেঙ্গালুরু মহানগরপালিকা (বিবিএমপি) কর্মকর্তাদের কাছে পুরো বিষয়টি জানিয়েছেন এবং তাঁরা বিষয়টি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। রড্রিগস বলেন, তারা (বিবিএমপির আধিকারিকরা) আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কারো সাথে আমার কোউইন ওটিপি বা অ্যাক্সেস কোড শেয়ার করেছি কিনা। আমি তাদের জানিয়েছি আমি সেরকম কিছুই করিনি৷ এরপরই তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা বিষয়টি তদন্ত করবে।

এই রকম ফেক করোনা পরীক্ষার বিষয়ে কি বলছেন বিবিএমপি স্বাস্থ্য কমিশনার?

এই রকম ফেক করোনা পরীক্ষার বিষয়ে কি বলছেন বিবিএমপি স্বাস্থ্য কমিশনার?

শহর জুড়ে করোনা পরীক্ষা প্রক্রিয়ার তদারকির দায়িত্বে রয়েছে বিবিএমপি৷ করোনা পরীক্ষার প্রক্রিয়ায় বিবিএমপির বিশেষ কমিশনার (স্বাস্থ্য) ডাঃ ত্রিলোক চন্দ্র ডিএইচকে বলেছেন, আমাদের দলগুলি এলোমেলোভাবে পরীক্ষার সাইটগুলি পরিদর্শন করে যাতে এই জাতীয় নকল নমুনাগুলি রেকর্ড করা না হয়। এছাড়াও, আমাদের স্বাস্থ্য আধিকারিক এবং জোনাল আধিকারিকরা তাদের এখতিয়ারে থাকা ল্যাবগুলিতে পরীক্ষা প্রক্রিয়ার উপর নিবিড় নজর কড়া নজর রাখেন।'

ভারতে প্রথম সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন, কারা পাবেন এই টিকা ভারতে প্রথম সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন, কারা পাবেন এই টিকা

English summary
Fraudsters have spread fake corona test nets, panic is growing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X