For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর দুটি স্কুলে ৩১ জন ছাত্র কোভিড পজেটিভ, বিবিএমপি বলছে চিন্তার কারণ নেই

বেঙ্গালুরুর দুটি স্কুলে ৩১ জন ছাত্র কোভিড পজেটিভ, বিবিএমপি বলছে চিন্তার কারণ নেই

  • |
Google Oneindia Bengali News

উত্তর বেঙ্গালুরুর দাসারহাল্লিতে দুটি স্কুলের ৩১ জন শিশু করোনা পজিটিভ৷ স্থানীয় এক স্বাস্থ্য আধিকারিক সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন। যদিও এই ছাত্রছাত্রীদের বেশিরভাগেরই হালকা উপসর্গ রয়েছে৷ এবং কাউকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি বলে জানা গিয়েছে। এই দুটি স্কুলে ছাত্রদের স্ক্রিনিং করার সময় বিবিএমপির একটি দল উপস্থিত ছিল৷

করোনা টিকা দিতে এসে বিপত্তি!

করোনা টিকা দিতে এসে বিপত্তি!

জানা গিয়েছে মঙ্গলবার শিশুদের টিকা দেওয়ার জন্য স্কুলে যায় স্থানীয় স্বাস্থ্যবিভাগের একটি দল। টিকা দিতে গিয়ে তারা দেখেন শিশুদের মধ্যে করোনার কিছু লক্ষণ রয়েছে। এরপরই তাদের করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে৷ জানা গিয়েছল তাদের মধ্যে বেশকিছু জনের করোনা পরীক্ষার ফল ইতিবাচক এসেছে৷ স্বাস্থ্য বিভাগের দলটি পজিটিভ আসা ছাত্রদের সহপাঠী এবং আরও কিছু ছাত্রকে পরীক্ষা করে। বিবিএমপির স্পেশাল কমিশনার (স্বাস্থ্য) কে ভি ত্রিলোক চন্দ্র বলেছেন অনেকেরই শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে।

বন্ধ করা হয়নি স্কুল!

বন্ধ করা হয়নি স্কুল!

জানা গিয়েছে করোনা পজিটিভ হওয়া ৩১ জন ছাত্রছাত্রীদের মধ্যে ২১ জন ছাত্র একটি স্কুলের এবং বাকিরা অন্য স্কুলের। তবে বিবিএমপি-র তরফে বলা হয়েছে উদ্বেগের কোন কারণ নেই। বিবিএমপি আধিকারিক বলেছিলেন যে এরপরও স্কুলগুলি বন্ধ করা হচ্ছে না তবে সংক্রমিত শিক্ষার্থীদেরও ক্লাসে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে বিবিএমপি কোনো শিক্ষক বা স্কুল স্টাফের বা অন্য কোনো সদস্যদের করোনা পজিটিভ রিপোর্ট আসেনি৷

কী বলছে WHO?

কী বলছে WHO?

চলতি বছর ফেব্রুয়ারির পর থেকেই ভারতে কোভিড সংক্রমণ নিম্নমুখী হয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশে কোভিডের তৃতীয় ওয়েভ মহামারী আকার নিলেও প্রাণঘাতী হয়ে ওঠেতি ততটা৷ শেষ ছ'মাসে বিশ্বের বড় অংশে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষরা৷ মাস্ক, থেকে করোনবিধি সরিয়ে রেখে আগের স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে অনেক দেশই। এই বিষয়টি নিয়েই এবার সারা বিশ্বকে আরও একবার সতর্ক করল ডব্লিউএইচও৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এখনই শেষ হয়ে যায়নি করোনা৷ সারা বিশ্ব করোনার আরও বেশ কয়েকটি ছোটো বড় তরঙ্গের সম্মুখীন হতে চলেছে৷

কখনই মাথা নত করব না, ওরা কাঁচকলা করবে! সিবিআই প্রশ্নে হুঙ্কার অভিষেকেরকখনই মাথা নত করব না, ওরা কাঁচকলা করবে! সিবিআই প্রশ্নে হুঙ্কার অভিষেকের

English summary
31 students in two schools in Bangalore are positive, BBMP says no worries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X