For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE প্রয়াত করুণানিধি, রাজ্যজুড়ে শোকের আবহ, টুইটবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

কাবেরী হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছেন ডিএমকে সভাপতি এম করুণানিধি।

  • |
Google Oneindia Bengali News

কাবেরী হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন ডিএমকে সভাপতি এম করুণানিধি। বাইরে বিনিদ্র রজনী কেটেছে কর্মী-সমর্থকদের। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ক্রমশ অবস্থার অবনতি হয় করুণানিধির। এদিন দুপুরে ডিএমকে সভাপতির স্বাস্থ্যের খবর জানাতে পুত্র তথা দলের কার্যনির্বাহী সভাপতি এমকে স্তালিন পরিবারের অন্য সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সঙ্গে দেখা করে আসেন। তারপরই সন্ধ্যায় করুণানিধির প্রয়াণের খবর ঘোষণা হয়। এই সম্পর্কে সমস্ত আপডেট দেখুন একনজরে।

ক্রমশ শারীরিক অবস্থার অবনতি করুণানিধির

Newest First Oldest First
1:16 AM, 8 Aug

নিজেদের পক্ষে মত জোরদার করার জন্য সময় চাইল সরকার পক্ষ। ফলে সকাল ৮টা অবধি শুনানি স্থগিত হয়ে গেল বলে জানা গিয়েছে।
1:10 AM, 8 Aug

করুণানিধির প্রয়াণে শোকবার্তা দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
12:56 AM, 8 Aug

করুণানিধির স্মৃতিতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করল তামিলনাড়ু সরকার।
12:55 AM, 8 Aug

পাঁচবারের মুখ্যমন্ত্রী করুণানিধিকে মারিনা বিচে সমাধিস্থ করতে সরকার অস্বীকার করছে। এর বিরোধিতায় মাদ্রাজ হাইকোর্টে ডিএমকে আবেদন করে। সেই মামলা রাতেই শুনতে রাজি হয়েছেন মুখ্য বিচারপতি হুলুভাড়ি জি রমেশ। এই বিষয়ে ডিএমকে ও সরকার পক্ষের আইনজীবীর মধ্যে আদালতে বিতণ্ডাও হয়েছে।
12:53 AM, 8 Aug

করুণানিধিকে শ্রদ্ধা জানাতে গোপালাপুরমের বাড়িতে এলেন রজনীকান্ত।
11:33 PM, 7 Aug

মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন গোপালাপুরমের বাড়িতে। কানিমোঝি ও স্তালিনের সঙ্গে কথা বলেছেন তিনি। পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
9:10 PM, 7 Aug

কলাইগনরকে চেন্নাইয়ের রাজাজি হলে বুধবার শেষ শ্রদ্ধা জানাতে পারবেন আমজনতা। তবে এদিন মরদেহ নিয়ে যাওয়া হবে কন্যা কানিমোঝির সিআইটি কলোনির বাড়িতে। তারপরে করুণানিধির নিথর দেহ পৌঁছবে গোপালাপুরমের বাড়িতে। সেখান থেকে বুধবার সকালে রাজাজি হলে মরদেহ নিয়ে গিয়ে শায়িত রাখা হবে।
8:45 PM, 7 Aug

বিজেপি নেতা রাম মাধব কলাইগনরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। পরিবারের প্রতি সমবেদনা জানালেন।
8:44 PM, 7 Aug

বুধবার কলাইগনরকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাই যাবেন নরেন্দ্র মোদী
8:25 PM, 7 Aug

চেন্নাইয়ের রাজাজি হলে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। দেহ শায়িত থাকবে সেখানে।
8:23 PM, 7 Aug

করুণানিধির প্রয়াণে শোকবার্তা লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের।
8:04 PM, 7 Aug

কাবেরী হাসপাতালের বাইরে ডিএমকে সদস্য সমর্থকদের ভিড়।
8:02 PM, 7 Aug

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী শোকবার্তা জানালেন।
7:25 PM, 7 Aug

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করুণানিধির প্রয়াণে টুইটে শোকজ্ঞাপন করলেন।
7:09 PM, 7 Aug

করুণানিধির মৃত্যুতে শোকপ্রকাশ তামিল সুপারস্টার রজনীকান্তের।
7:08 PM, 7 Aug

তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল।
7:07 PM, 7 Aug

করুণানিধির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6:47 PM, 7 Aug

যা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
6:46 PM, 7 Aug

৯৪ বছর বয়সে দেশের সবচেয়ে বরিষ্ঠ রাজনীতিকদের একজন এম করুণানিধি চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
5:49 PM, 7 Aug

কাবেরী হাসপাতালের সামনে নেমে গিয়েছে কম্যান্ডো বাহিনী। যেকোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে।
5:42 PM, 7 Aug

করুণানিধিকে দেখতে চেন্নাইয়ের পথে দৌড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
5:40 PM, 7 Aug

কাবেরী হাসপাতালে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করল তামিলনাড়ু পুলিশ।
5:11 PM, 7 Aug

রাজ্য প্রশাসনের তরফে তামিলনাড়ুর ডিজিপি পুলিশের সমস্ত মহলকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন।
5:03 PM, 7 Aug

হাতে প্রিয় নেতার ছবি, মুখে স্লোগান, কাবেরী হাসপাতালের বাইরে ক্রমশ বাড়ছে ভিড়।
4:44 PM, 7 Aug

গত কয়েকঘণ্টায় অবনতি হয়েছে অনেকটাই, জানাল কাবেরী হাসপাতাল।
4:43 PM, 7 Aug

করুণানিধির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থা ক্রমশ অবনতির পথে এগোচ্ছে। বিকেল সাড়ে ৪টের বুলেটিনে জানাল কাবেরী হাসপাতাল কর্তৃপক্ষ।
4:38 PM, 7 Aug

কাবেরী হাসপাতালের বাইরে ক্রমশ বাড়ছে ভিড়। উদ্বিগ্ন সদস্য সমর্থকেরা প্রিয় নেতার স্বাস্থ্যের খবর জানতে উৎসুক হয়ে উঠেছেন।

English summary
DMK chief M Karunanidhi admitted in Chennai hospital, Read the updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X