For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমায় প্রথম জাতীয় পুরস্কারটি তুলে দেন করুণানিধি ', আবেগে ভাসলেন অমিতাভ

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম করুণানিধির মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তামিলনাড়ুতে তাঁর শেষকৃত্যে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের তাবড় নেতারা।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম করুণানিধির মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তামিলনাড়ুতে তাঁর শেষকৃত্যে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেশের তাবড় নেতারা। শোকাহত রাজনৈতিক মহল থেকে চলচ্চিত্র ব্যক্তিত্বরাও। রজনীকান্ত থেকে আদনান সামি সকলেই নিজের শোকবার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ ভারতের এমন এক দাপুটে নেতার মৃত্যুতে শোকাহত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও।

আমায় প্রথম জাতীয় পুরস্কারটি তুলে দেন করুণানিধি , আবেগে ভাসলেন অমিতাভ

করুণানিধির মৃত্যুতে নিজের শোকবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিতাভ বচ্চন। আবেগাপ্লুত অমিতাভ তুলে ধরেন বহু পুরনো কথা। স্মৃতিচারণায় উটে আসে ফেলে আসা দিনের কথা। অমিতাভ তুলে ধরেন তাঁর প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার কাহিনি। 'সাত হিন্দুস্তানি' ছবির জন্য তাঁকে 'সেরা নবাগত' হিসাবে সম্মানিত করা হয়। সেই সম্মান তিনি গ্রহণ করেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধির হাত থেকে। উল্লেখ্য, সেই বছর জাতীয় পুরস্কারের সম্মানপ্রদান অনুষ্ঠান তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,দীর্ঘ অসুস্থতার পর গতকালই প্রয়াত হন তামিল রাজনীতির এই দাপুটে নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। এদিন তাঁর শেষককৃত্য সম্পন্ন হচ্ছে চেন্নাইয়র মেরিনা বিচে।

English summary
Karunanidhi gave me my first National Award, Big B remembers DMK chief.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X