For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন করুণানিধিকে 'কালাইন্যার' বলা হত, কী এর অর্থ

ডিএমকে সমর্থকরা প্রায়ই করুণানিধিকে 'কালাইন্যার' বলে ডাকত। এর অর্থ কলাবিদ্য়ায় পারদর্শী। বাংলায় বলা যেতে পারে কলাকার।

Google Oneindia Bengali News

মঙ্গলবার সন্ধ্যা ৬টা বেজে ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন ডিএমকের পাঁচ দশকের প্রেসিডেন্ড এম করুণানিধি। লিভারের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন চেন্নাইয়ের কাউভেরি হাসপাতালে। তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে যে শেষ বুলেটিন বের হয় সেখানে করুণানিধিকে উল্লেখ করা হয় 'কালাইন্য়ার' হিসেবে। ডিএমকে সদস্য-সমর্থকরাও তাঁদের প্রবাদপ্রতীম নেতাকে এই নামেই ডাকেন। কি অর্থ এই শব্দের?

কেন করুণানিধিকে কালাইন্যার বলা হত

তামিল ভাষায় কালাইন্যার-এর অর্থ হল কলাবিদ্যায় পারদর্শী। অর্থাত বাংলায় এর কাছাকাছি শব্দ হতে পারে কলাকার। একথা ঠিক করুণানিধি তামিলভূমের বাইরে বেশি পরিচিত রাজনীতিক হিসেবেই। ৫টি ক্ষেপে তিনি ৫ বার তামিননাড়ির মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর কীংবদন্তী সত্ত্বার জন্ম রাজনীতির হাত ধরে হলেও কলাবিদ্যা অর্থাত শিল্প সাহিত্যের জগতেই ছিল তাঁর অনায়াস বিচরণ।

স্কুলজীবন থেকেই নাটক, কবিতা, সাহিত্যে ঝোঁক ছিল তাঁর। কিন্তু পরে ন্যায়বিচার পার্টির নেতা আঝাগিরিসামির ভাষণ শুনে সেসব ছেড়ে ঝাঁপিয়ে পড়েন সামাজিক আন্দোলনে। দ্রাবিড়িয় আন্দোলনকে তিনি ছড়িয়ে দেন ছাত্রদের মধ্যে। কিন্তু কলার জগতকে তিনি ছাড়েত পারেননি। প্রথম জীবনে পেশা হিসেবে বেছে নেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

মাত্র ২০ বছর বয়সে তিনি চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেছিলেন তামিল চলচিত্র শিল্পে। প্রথম ফিল্ম হল রাজকুমারিতে অভিনয় করেছিলেন এম জি রামাচন্দ্রন। সেই থেকেই এম জিআর-এর সঙ্গে তাঁর সক্ষতা গড়ে ওঠে। পরে অবশ্য সক্ষতা পাল্টে যায় তিক্ততায়। তবে তামিল ছবির দুই সর্বকালীন সেরা সুপারস্টার এমজিআর ও শিবাজী গণেশন সুপারস্টার হয়েছিলেন কিন্তু করপণানিধির লেখা পরাশক্তি, মনোহরা, বা মালাইক্কাল্লান-এর মত চিত্রনাট্যের হাত ধরেই।

পাশাপাশি ছাপ রেখেছেন তামিল সাহিত্য জগতেও চিত্রনাট্য তো ছিলই এছাড়া লিখেছেন বেশ কিছু কবিতা, উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, নাটক, সঙ্গীত। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম সাঙ্গা থামিঝ, থিরুক্কুরাল উরাই, পোন্নার শঙ্কর, রামাপুরি পান্ডিয়ান, থেনপান্ডি সিঙ্গম ইত্যাদি। এরসঙ্গে রয়েছে মনিমগুদম, ওরে রথম, পালানিয়াপ্পান, সিলাপ্পদিকরম-এর মতো বেশকিছু জনপ্রিয় নাটক। তবে তামিল সাহিত্য তাঁকে সবচেয়ে বেশি মনে রাখবে ১১ খন্ডে লেখা তাঁর অকপট আত্মজীবনীর জন্য।

তাই 'কালাইন্যার' উপাধি তাঁকেই মানায়। তামিল রাজনীতিরও তো তিনিই 'কালাইন্যার'। দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম দলকে সাফল্যের সঙ্গে পাঁচ দশক ধরে নেতৃত্ব দেওয়াই হোক বা নির্বাচনে কোনদিন হার না হওয়া - সব দিক থেকেই তিনি কীংবদন্তীর আসনে বসেছেন। সঙ্গে রয়ে গিয়েছে তাঁর শিল্প-প্রেম। রাজনীতির ব্যস্ততার মধ্যেও যা হারায়নি। ২০১১ সাল পর্যন্ত রচনা করে গিয়েছেন চিত্রনাট্য রচনা। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, 'আমাদের দেশ আজ আরও গরীব হয়ে গেল'।

English summary
Karunanidhi was often called by his beloved as 'Kalaignar', which means the scholar of arts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X