For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতিথি কখন আসবেন, উদগ্রীব মোতিলাল নেহরু রোডের বাংলো

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মনমোহন
নয়াদিল্লি, ১৩ মে: আর ঠিক ন'দিন। তার পর নামের আগে বসে যাবে 'প্রাক্তন' শব্দটি। 'প্রাক্তন' কখন আসবেন, সেই অপেক্ষায় এখন প্রহর গুনছেন ৩ নম্বর, মোতিলাল নেহরু রোডের বাংলোর কর্মচারীরা।

মনমোহন সিং। প্রধানমন্ত্রী। ২২ মে থেকে যিনি 'প্রাক্তন' প্রধানমন্ত্রী বলে পরিচিত হবেন। এখন তিনি থাকেন ৭ নম্বর, রেসকোর্স রোডে। এটা ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিকানা। ১০ বছর এখানে কাটিয়েছেন মনমোহন সিং। ২২ মে পরবর্তী প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। ওইদিন সংশ্লিষ্ট ঠিকানার বাড়িটি ছেড়ে দিতে হবে তাঁকে। অবসর জীবন কাটাবেন ৩ নম্বর, মোতিলাল নেহরু রোডের বাংলোয়।

কিছুদিন ধরেই মোতিলাল নেহরু রোডের বাংলোটি সাজানোর কাজ চলছে। রং করা হয়েছে। মেঝেতে পাতা হয়েছে দামি বিদেশি মার্বেল। প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কউর নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ তদারকি করেছেন। মনমোহন সিং নিজে ফুল ভালোবাসেন। তাই বাংলোয় থাকছে একটি সবুজ লন, তার চারপাশে রংবাহারি ফুল গাছ। কর্মীরা এখন লনের যত্নআত্তি করতে ব্যস্ত। প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা পঙ্কজ পচৌরি জানান, মনমোহন সিংয়ের আগমন উপলক্ষে বাংলোর সদর দরজায় বসানো হচ্ছে একটি চেকপোস্ট। সশস্ত্র সান্ত্রীরা পাহারায় থাকবেন সেখানে। এ ছাড়া এসপিজি কমান্ডোদের পোস্ট তো থাকছেই।

আরও পড়ুন: মনমোহন সিংকে বিদায় জানাল অশ্রুস্নাত সাউথ ব্লক আরও পড়ুন: মনমোহন সিংকে বিদায় জানাল অশ্রুস্নাত সাউথ ব্লক

অন্যদিকে, রেসকোর্স রোডে চলছে জিনিসপত্র বাঁধাছাঁদার কাজ। নিজের বইপত্র, বিদেশি রাষ্ট্রনায়কদের কাছ থেকে পাওয়া প্রিয় উপহার মনমোহন সিং নিয়ে যাবেন সঙ্গে। আর কিছু জিনিস রেখে যাচ্ছেন। যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্বাক্ষর করা একটি ব্যাট। এটি ক্যামেরন তাঁকে উপহার দিয়েছিলেন। যে জিনিসগুলি তিনি রেখে যাচ্ছেন, তার ছবি তুলে নিয়েছেন গুরশরণ কউর। ২১ মে রাতে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তাঁর পছন্দের পাঞ্জাবি খানা রেঁধে খাওয়াবেন রেসকোর্স রোডের রাঁধুনিরা। কারণ আর যে সেই সুযোগ মিলবে না। তখন শুধু নতুন অতিথিকে বরণ করে নিতে তৈরি থাকতে হবে!

English summary
3, Motilal Nehru Road ready to welcome Manmohan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X