For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনমোহন সিংকে বিদায় জানাল অশ্রুস্নাত সাউথ ব্লক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মনমোহন
নয়াদিল্লি, ১৩ মে: এখনও ভোটের ফল ঘোষিত হয়নি। তার আগেই সাউথ ব্লকে বাজল বিদায়ের সুর। ফুল দিয়ে, উপহার দিয়ে কর্মীরা বিদায় জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। কারও কারও চোখে তখন জল। মিতভাষী মনমোহন সিং আরও মিতভাষী। মিহি স্বরে শুধু বললেন, ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।

রাইসিনা হিলসের সাউথ ব্লক হল প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও। ২০০৪ সালে এখানে ঢুকেছিলেন স্বল্পভাষী শিখ মানুষটি। তার পর কেটে গিয়েছে ১০টি বছর। সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। বিরোধীরা তাঁকে বলেছেন 'পুতুল', বিদেশি সংবাদমাধ্যমের কাছে তিনি 'সোনিয়া গান্ধীর পোষা সারমেয়' ছাড়া কিছু নন। এ সব আক্রমণে তিনি ব্যথিত হয়েছেন, কিন্তু পাল্টা কখনও খারাপ ভাষা ব্যবহার করেননি কারও বিরুদ্ধে।

মঙ্গলবার ঘড়ি ধরে সকাল দশটায় অফিসে আসেন তিনি। আর পাঁচটা দিনের মতো। কয়েকটি ফাইলে চোখ বুলিয়ে সইসাবুদ। সাউথ ব্লকের কর্মীরা জানতেন, আজ মনমোহন সিংয়ের শেষ কর্মদিবস। তাই তৈরি ছিলেন। একজন ফুলের তোড়া এগিয়ে দেন। এক অল্পবয়সী কর্মী তাঁকে প্রণাম করেন। সবার সঙ্গে করমর্দন করেন তিনি। বলেন, "আপনারা দেশের সেবা করেছেন আন্তরিকভাবে। ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।" ১৭ মে অর্থাৎ ভোটের ফল ঘোষণার পরদিন তিনি সাউথ ব্লকে আসবেন বটে, কিন্তু সেটা নিজের পদত্যাগপত্রে স্বাক্ষর করতে। কয়েক মুহূর্তের জন্য। কাজ যা কিছু ছিল, আজই গুটিয়ে দিলেন তিনি। সাউথ ব্লক থেকে পদত্যাগপত্র নিয়ে সোজা চলে যাবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। তুলে দেবেন নিজের পদত্যাগপত্র।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Prime Minister thanks staff in South Block who bid farewell to him: You have served the Nation well. God bless you. <a href="http://t.co/xoDXTFyH1a">pic.twitter.com/xoDXTFyH1a</a></p>— Dr Manmohan Singh (@PMOIndia) <a href="https://twitter.com/PMOIndia/statuses/466128641357664256">May 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এর পর মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত হন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানেও বিষাদের সুর। ক্যাবিনেট মন্ত্রীরা তাঁকে আগাম বিদায় সম্ভাষণ জানান। তাঁদেরও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। শনিবার সকালে তিনি মন্ত্রীসভার শেষ বৈঠকটি করবেন। আগামীকাল অর্থাৎ বুধবার মনমোহন সিংয়ের সম্মানে বিদায়ী নৈশভোজের আয়োজন করেছেন ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী। মন্ত্রীসভার সব সদস্যকে সেখানে থাকতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: অতিথি কখন আসবেন, উদগ্রীব মোতিলাল নেহরু রোডের বাংলো আরও পড়ুন: অতিথি কখন আসবেন, উদগ্রীব মোতিলাল নেহরু রোডের বাংলো

কিন্তু এখনও তো ভোটের ফল ঘোষণা হয়নি। তবু কেন বিদায়বার্তা মনমোহন সিংয়ের গলায়? বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, এই অনুমান প্রবল। সেটা ধরেই নিয়েছেন মনমোহন সিং। কিন্তু তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলেও তিনি আর প্রধানমন্ত্রী হবে না। তাই দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, মনমোহন সিংয়ের দিন শেষ।

শাসক হিসাবে তিনি ভালো না খারাপ, কতটা সফল বা কতটা ব্যর্থ, তার বিচার ইতিহাস করবে। কিন্তু ব্যক্তি হিসাবে তিনি যে একজন পণ্ডিত, সজ্জন মানুষ, এ নিয়ে দ্বিমত নন বিরোধীরাও। বিজেপি নেতা অরুণ জেটলিও তাই নিজের ব্লগে মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন এদিন।

English summary
Employees of South Block bid farewell to Manmohan Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X