For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা নিয়ে মিথ্যাচার বন্ধ করুক কংগ্রেস, মনমোহনের চিঠির কড়া প্রতিক্রিয়া হর্ষ বর্ধনের

টিকা নিয়ে মিথ্যাচার বন্ধ করুক কংগ্রেস, মনমোহনের চিঠির কড়া প্রতিক্রিয়া হর্ষ বর্ধনের

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া করোনা আতঙ্কের মধ্যেই টিকাকরণ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু-পাতার চিঠি লেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। এদিকে মোদীর তরফে মনমোহনের চিঠির কোনও উত্তর দেওয়া না হলেও কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে। এদিকে সোমবার করোনার আক্রান্ত হয়েছেন মনমোহন। ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে।

মনমোহনকে চাঁচাছোলা ভাষায় আক্রামণ হর্ষবর্ধনের

মনমোহনকে চাঁচাছোলা ভাষায় আক্রামণ হর্ষবর্ধনের

এদিন টুইটাবার্তায় হর্ষ বর্ধন লেখেন 'আপনি এই কঠিন সময়ে দাঁড়িয়ে টিকাকরণের প্রয়োজনীয়তা বুঝলেন। কিন্তু দুংখের বিষয় এই যে আপনার পার্টির অনেক নেতা, এমনকী যে সব রাজ্যে আপনাদের সরকার রয়েছে সেখানকার মন্ত্রীরাও টিকাকরণ নিয়ে আপনার মতো কথা বলছে না। উল্টে সাধারণ মানুষকে টিকা দেওয়ার পরিবর্তে টিকাকরণ নিয়ে কেন্দ্রের খুঁত ধরতেই ব্যস্ত তারা।'

দলের নেতাদের মিথ্যাচার করতে বারণ করুন

দলের নেতাদের মিথ্যাচার করতে বারণ করুন

এই প্রসঙ্গে মনমোহনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে হর্ষ বর্ধনের পরামর্শ, 'ইতিহাস যদি আপনার প্রতি সদয় হত মনমোহন সিং জী, যদি আপনার দলের লোকেরা আপনার পরামর্শ শুনত তবে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। কিন্তু সাধারণ মানুষের মনে টিকা নিয়ে সংশয় তৈরি করছেন কংগ্রেস নেতারা। তাই আগে দলের নেতাদের টিকাকরণ নিয়ে মিথ্যাচার করতে বারণ করুন।'

কোথায় দাঁড়িয়ে ভারতের করোনা টিকাকরণ ?

কোথায় দাঁড়িয়ে ভারতের করোনা টিকাকরণ ?

এদিকে রবিবার সকাল ৭টা পর্যন্ত গোটা দেশে ১২.২৬ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ৪৫ বছরের উর্ধে ১০.৮ লক্ষ মানুষকে করোনা টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি ষাটোর্ধ ৩৮.৯০ লক্ষ মানুষকে টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যা আদপে মূল লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই কম। আর এখানেই বাড়ছে উদ্বেগ।

 মনমোহন সিংয়ের চিঠিতে তথ্যগত ভুল ?

মনমোহন সিংয়ের চিঠিতে তথ্যগত ভুল ?

অন্যদিকে এদিন মনমোহন সিংয়ের চিঠিতে তথ্যগত ভুলেরও অভিযোগ তুলেতে দেখা যায় স্বাস্থ্য মন্ত্রীকে। হর্ষ বর্ধনের কথায়, " করোনাকে বাগে আনতে আপনি সরকারকে বিজেশি টিকা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কিন্তু আপনার পরামর্শের অনেক আগেই সরকার এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত একযোগে দুটি করোনা টিকা তৈরি করে ফেলল। কিন্তু সেই সাফল্য নিয়ে একটাও শব্দ খরচ করেননি আপনার দলের নেতারা।"

বাংলায় আছড়ে পড়েছে করোনার ঢেউ! জরুরি তথ্যগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজনবাংলায় আছড়ে পড়েছে করোনার ঢেউ! জরুরি তথ্যগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন

English summary
Health Minister Harsh Vardhan attacked manmohan singh over corona vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X