For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুবভারতীতে ফ্লাডলাইট বিভ্রাটের পর বেঙ্গালুরুকে চূর্ণ করে ডুরান্ড ফাইনালে মহমেডান স্পোর্টিং

  • |
Google Oneindia Bengali News

যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিরে এল সেই পুরানো রোগ। ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল শুরুর আগে হঠাৎই নিভে যায় একটি বাতিস্তম্ভের আলো। ফের আলো জ্বলতে কিছুটা সময় লাগায় নির্ধারিত সময়ের মিনিট দশেক পর শুরু হয় মহমেডান স্পোর্টিং ও এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের মধ্যে প্রথম সেমিফাইনাল। ৯০ মিনিটে ফল ২-২ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। একস্ট্রা টাইমে ৪-২ গোলে জয়লাভ করে ব্ল্যাক প্যান্থাররা পৌঁছে যায় ডুরান্ড ফাইনালে।

৮ বছর পর

৮ বছর পর

ডুরান্ড কাপ শুরুর আগে মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছিলেন, কলকাতা প্রিমিয়ার লিগের থেকেও বেশি গুরুত্ব দিতে চান ডুরান্ড কাপকে। কারণ এটি সর্বভারতীয় প্রতিযোগিতা। শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলে নিজেদের শক্তি যাচাই করে নিতে পারবেন। তিনি যে ডুরান্ড কাপ জিততেই চাইছেন সেটা জানিয়ে দেন। সেই লক্ষ্যপূরণ থেকে এক ধাপ দূরে সাদা-কালো ব্রিগেড। পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিং। ৮ বছর পর মহমেডান ফের ডুরান্ড কাপের ফাইনাল খেলবে।

পিছিয়ে পড়েও এগিয়ে

পিছিয়ে পড়েও এগিয়ে

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সেমিফাইনাল দেখতে হাজির ছিলেন হাজার পঁচিশ দর্শক। ১০ মিনিট দেরিতে খেলা শুরুর ১৯ সেকেন্ডের মধ্যেই গোল করে এগিয়ে যায় এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। লুকা মাসেনের পাস থেকে দুরন্ত শটে দলকে এগিয়ে দেন পেড্রো মানজি। ডুরান্ড কাপে দ্রুততম গোলের নজিরও হয়ে গেল এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে। যদিও ৮ মিনিটের মধ্যে সমতা ফেরায় মহমেডান। মার্কাস জোসেফ আগের ম্যাচে গোল করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন। এদিন তাঁর গোলেই সমতা ফেরায় মহমেডান। হেডে ফৈয়াজের নামিয়ে দেওয়া বল ধরে মার্কাস ৩ জন ফুটবলারকে ড্রিবল করে জোরালো কোনাকুনি শটে গোল করেন ম্যাচের ৯ মিনিটে। ৩৮ মিনিটে মহমেডানকে এগিয়ে দেন ফয়জল আলি। এই গোলের পেছনেও মার্কাসের অবদান। তাঁর সাজিয়ে দেওয়া বল থেকে মাটি ঘেঁষা শটে গোল ফয়জলের। বিরতিতে মহমেডান এগিয়ে ছিল ২-১ গোলে।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেঙ্গালুরু। সঞ্জু প্রধানের কর্নার থেকে সাইড ভলিতে গোল কিংশুক দেবনাথের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হাত দিয়ে গোল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেড্রো মানজি। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ২-২ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ফাইনালের টিকিট

অতিরিক্ত সময়ে ফাইনালের টিকিট

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ১২ মিনিটে ছোটখাটো চেহারার ব্রেন্ডন ভানলালরেমডিকার গোলে স্বস্তি আসে যুবভারতীর গ্যালারিতে। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ১১০ মিনিটে নিকোলা স্তোজানোভিচের পেনাল্টি থেকে করা গোল ২০১৩ সালের পর ফের মহমেডানের ডুরান্ড ফাইনালের টিকিট পাকা করে দেয়।

ফ্লাডলাইট বিভ্রাট

ফ্লাডলাইট বিভ্রাট

ডুরান্ড ফাইনালে ওঠায় মহমেডানে আলো জ্বললেও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইট বিভ্রাট ফের মুখ পোড়াল। আগামী বছর যুবভারতীতে ফিফার অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসর বসবে। তার আগে এই ঘটনা একেবারেই কাম্য ছিল না। টেকনিক্যাল কারণেই এই বিপত্তি বলে আয়োজকদের তরফে দাবি করা হচ্ছে। পাওয়ার কাটের কারণে এই ঘটনা নয় বলেও জানানো হয়েছে।

English summary
Mohammedan Sporting Reached Durand Cup Final By Beating FC Bengaluru United. The First Semi Final Started Late Due To Floodlight Problem At VYBK.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X