For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপ্রত্যাশিত হার মহমেডানের, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত কলকাতা লিগ জয়ী সাদা-কালো ব্রিগেড

অপ্রত্যাশিত হার মহমেডানের, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত কলকাতা লিগ জয়ী সাদা-কালো ব্রিগেড

Google Oneindia Bengali News

বাজি রউত কাপের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল মহমেডান স্পোর্টিং ক্লাব। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের সম্মুখীন হতে হল মহমেডানকে। শুক্রবার ডিফেন্সের ভুলে রাজস্থানের বিরুদ্ধে ০-২ গোলে পরাজিত হল সাদা-কালো ব্রিগেড। ওড়িশার অঙ্গুলের কদম পাডিয়া গ্রাউন্ডে আয়োজিত হয়েছিল এই ম্যাচ।

অপ্রত্যাশিত হার মহমেডানের, রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত কলকাতা লিগ জয়ী সাদা-কালো ব্রিগেড

ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোলটি হজম করে সাদা-কালো ব্রিগেড। লাল সরণির ক্লাবটির ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে রাজস্থান ইউনাইটেডকে এগিয়ে দেন উরুগুয়ের ফরওয়ার্ড মার্টিন চাভেস। তবে, এই ম্যাচের প্রথমে এগিয়ে যেতে পারত মহমেডান। ৪ মিনিটের মাথায় সোনার সুযোগ হাতছাড়া করেন সাদা-কালো অধিনায়ক মার্কাস জোসেফ। রাজস্থান ইউনাইটেডের গোলরক্ষকের ভুলে চলে আসা সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি মার্কাস। অফ টার্গেট হয় তাঁর শট। প্রথমার্ধে এই একটি গোলই দুই দলকে আলাদা করেছিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিরতির পর মাঠে নেমে আগ্রাসী ফুটবলে আক্রমণের ঝাঁঝ প্রথমার্ধের তুলনায় আরও বাড়ায় মহমেডান কিন্তু ডিফেন্ের ভুলে দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মধ্যে প্রতিপক্ষের প্রতিআক্রমণ থেকে ০-২ গোলে পিছিয়ে পড়ে মহমেডান। শতাব্দী প্রাচীন এই দলটির জালে গাম্বিয়ার নুহা মারং বল জড়িয়ে মহমেডানকে পিছিয়ে দেন ০-২ ব্যবধানে। দুই গোলে পিছিয়ে থাকা মহমেডান শেষ পর্যন্ত জয় তুলে আনতে পারেনি। ব্ল্যাক প্যান্থার্সরা চেষ্টা চালালেও কোনও কিছুটাই যেন ঠিক দানা বাঁধছিল না। ফুটবলারদের মধ্যে বারবার বোঝা পড়ার অভাব দেখা দিচ্ছিল। হয়তো বিরামহীন ফুটবল খেলার কারণেই এমনটা হয়েছে। মনে রাখতে হবে এই দলটাই ঐতিহ্যশালী কলকাতা লিগ জিতে বাজি রউত কাপ খেলতে ওড়িশায় এসেছে।

এ দিন ম্যাচ শেষে ফুটবলারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদের চোখে মুখেও ছিল হতাশার ছাপ। তবে দল হারলেও কোনও মতেই ফুটবলারের দোষ দিতে নারাজ ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তিনি বলেছেন, "রাজস্থান আমাদের থেকে ভাল খেলেছে এবং ম্যাচটা জিতেছে। আমরা এই ম্যাচটা ভাল খেলতে পারিনি। তবে, এমন এক একটা দিন আসে যেখানে সঠিক কাজটা করা যায় না, সেই রকমই একটা দিন আজ গিয়েছে। সব দিন ভাল যায় না। আমরা আইএফএ শিল্ডে প্রথম ম্যাচে হেরেছিলাম, তার পর গত বছর আই লিগে রানার্স হয়েছি, ডুরান্ড কাপে রানার্স হয়েছি। গত বছর এবং এই বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই দল। এই বছর ডুরান্ড কাপেও ভাল খেলেছে। ১২ নভেম্বর গোকুলামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আই লিগ শুরু করব আমরা। আশা করি মহমেডান স্পোর্টিং ভাল ভাবে শুরু করবে আই লিগ। সমর্থকদের বলব ধৈর্য্য ধরুন আমাদের দল আই লিগে ভাল পারফর্ম করবে।"

English summary
Mohammedan Sporting lost against Rajasthan United in Baji Rout Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X