For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ভাটপাড়া যাচ্ছে তৃণমূলের পরিষদীয় দল! রিপোর্ট জমা পড়বে সরকারের কাছে

ভাটপাড়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে তৃণমূলের পরিষদীয় দল। ২৮ জুন পরিস্থিতি পর্যবেক্ষণের পর তাঁরা সরকারকে রিপোর্ট দেবেন।

  • |
Google Oneindia Bengali News

ভাটপাড়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছে তৃণমূলের পরিষদীয় দল। ২৮ জুন পরিস্থিতি পর্যবেক্ষণের পর তাঁরা সরকারকে রিপোর্ট দেবেন। ২০ জুন সেখানে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছিল দুজনের। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এরপর থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ২২ জুন বাম ও কংগ্রেস নেতৃত্ব সেখানে গেলেও, তাঁদের মিছিল করতে দেওয়া হয়নি।

এবার ভাটপাড়া যাচ্ছে তৃণমূলের পরিষদীয় দল! রিপোর্ট জমা পড়বে সরকারের কাছে

সাধারণ নির্বাচনের পর থেকে উত্তপ্ত ভাটপাড়া। ফল বেরনোর পর থেকে তা চূড়ান্ত আকার ধারণ করে। ২০ জুন সেখানে তৃণমূল ও বিজেপির সমর্থনপুষ্ট দুটি গোষ্ঠীর সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। এই দুজনেরই মৃত্যু হয় গুলিতে। যদিও পুলিশের তরফ থেকে এই দুজনের মৃত্যু যে পুলিশের গুলিতে হয়েছে, তা স্বীকার করা হয়নি।

ভাটপাড়া নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তৃণমূল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভাটপাড়া ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেন। বিজেপিকে ভোট দিলেই ভাটপাড়ার মতো পরিস্থিতি হবে বলেও সতর্ক করা হয় তৃণমূলের তরফে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বহিরাগত হাজারো আরএসএস কর্মীদের সাহায্যে সেখানে গণ্ডগোল পাকানো হচ্ছে।

এর আগে ভাটপাড়া পরিদর্শনে গিয়েছিল বিজেপির একটি সংসদীয় প্রতিনিধি দল। তাঁরা অমিত শাহের কাছে রিপোর্ট জনা দিয়েছেন।

English summary
TMC team will visit Bhatpara on 28th June to take stock of the situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X