For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লি যাত্রা! 'ভাটপাড়া' উপদ্রুত হওয়ায় অর্জুন সিং কতটা দায়ী, মুখ খুললেন দিলীপ

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লি যাত্রা! 'ভাটপাড়া' উপদ্রুত হওয়ায় অর্জুন সিং কতটা দায়ী, মুখ খুললেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

একসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লি গেলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (dilip ghosh)। সেই দিল্লি যাত্রার আগে ভাটপাড়ার (bhatpara) গণ্ডগোল আর অর্জুন সিংকে (arjun singh) নিয়ে মুখ খুললেন তিনি। বিজেপির সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে তিনি কাশ্মীর যেতে পারেন বলে জানা গিয়েছে।

একসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লিতে

একসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দিল্লিতে

দিল্লি থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই দিল্লি গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। গত সপ্তাহে তিনি দিল্লি গিয়েছিলেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে। সেখানে দুজনের মধ্যে মূলত সাংগঠনিক বিষয়েই কথা হয় বলে জানা গিয়েছে। তবে এবারের দিল্লি যাত্রার মধ্যে রয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এর সঙ্গে দিলীপ ঘোষ বিজেপির সংসদীয় দলের সঙ্গে কাশ্মীরেও যেতে পারেন।

অধিবেশন সেরে ফিরবেন

অধিবেশন সেরে ফিরবেন

এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন সংসদের বর্ষাকালীন অধিবেশ সেরেই তিনি রাজ্যে ফিরবেন। এর আগে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর তিনি দলের বেসুরোদের উদ্দেশে বলেছিলেন, যারা দলের ভিতরের কথা বাইরে বলছেন, তারা দলের ক্ষতিই করছেন। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

উপদ্রুত ভাটপাড়া এবং অর্জুন সিং

উপদ্রুত ভাটপাড়া এবং অর্জুন সিং

ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়ায় গুলি-বোমা যেন নিত্য ঘটনা। মঙ্গলবার ভাটপাড়া পুরসভার মধ্যেই গুলি চলে। দুজন সেখানে আহত হন। যা নিয়ে এদিন প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন,
শুধু ভাটপাড়াই নয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটাই উপদ্রুত এলাকা হয়ে গিয়েছে। তিনি অভিযোগ করেন, অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে প্রশাসনের তরফে। শুধু তাঁর বাড়ির সামনে কিংবা আশপাশে গণ্ডগোল করে তাঁকে ও তাঁর পরিবারকে ভয়ের মধ্যে রাখা হচ্ছে না, তাঁর অনুগামীদেরও ভয় দেখানো হচ্ছে এবং তাঁদের ওপরে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ ব্যারাকপুরে এমন সব পুলিশ অফিসার মোতায়েন করা হচ্ছে কিংবা হয়েছে, যাঁরা সবসময়ই অর্জুন সিংকে বিরক্ত করে যাচ্ছেন।

সরকারের সঙ্গে থাকার মানে হয় না

সরকারের সঙ্গে থাকার মানে হয় না

মঙ্গলবার দলের আট বিধায়ক বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তারা সদস্যপদ ছাড়েননি। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, সরকার যে ভাবে তলেছে, তাতে তাদের সঙ্গে থাকার কোনও অর্থ নেই। প্রসঙ্গত বিধানসভার অধ্যক্ষ মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান ঘোষণা করার পরেই প্রতিবাদ জানিয়ে ওয়ার আউট করেছিলেন বিজেপির বিধায়করা। তারপর মঙ্গলবার চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দলের বেশ কয়েকজন সদস্য।

English summary
Dilip Ghosh speaks on Arjun Singh and Bhatpara on his way to Delhi for the second time in a week.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X