For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিপজ্জনক' টালা ব্রিজ ভেঙে ফেলতে পরামর্শ বিশেষজ্ঞ সংস্থার! চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রাজ্য

বিশেষ করে উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ। বিপজ্জনক হওয়ায় টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ সংস্থা রাইটস। সম্প্রতি ব্রিজটি পরীক্ষা করেন রাইটসের বিশেষজ্ঞরা।

  • |
Google Oneindia Bengali News

বিশেষ করে উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ। বিপজ্জনক হওয়ায় টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ সংস্থা রাইটস। সম্প্রতি ব্রিজটি পরীক্ষা করেন রাইটসের বিশেষজ্ঞরা। এরপরেই তারা নতুন ব্রিজ তৈরি পক্ষেই মত দিয়েছেন।

টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ

টালা ব্রিজ ভেঙে ফেলার পরামর্শ

টালা ব্রিজের স্বাস্থ্য বেহাল। তাই তাকে ভেঙে ফেলাই ভাল। মত দিয়েছে বিশেষজ্ঞ সংস্থা রাইটস। সূত্রের খবর অনুযায়ী, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাইটসকে দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। সম্প্রতি তারা রিপোর্ট জমা দিয়েছে। ব্রিজ পরিদর্শনে রাইটসের প্রতিনিধি ছাড়াও ছিলেন, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স, রেল ও পূর্ত দফতরের প্রতিনিধিরা। পরে তারা রিপোর্ট জমা দেন নবান্নে।

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য

নবান্ন সূত্রে খবর, আরও একটি সংস্থাকে দিয়ে রিপোর্ট পরীক্ষা করাতে চায় রাজ্য সরকার। তবে বৃহস্পতিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটি নতুন ব্রিজ তৈরি করতে ৩ বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে যান চলাচলের কী হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

আপাতত হাইটবার বসানোর সিদ্ধান্ত

আপাতত হাইটবার বসানোর সিদ্ধান্ত

ভারবহন ক্ষমতা কমে যাওয়ায় আপাতত বিটি রোডের ওপর হাইটবার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ ফুট উঁচু হাইটবার বসানো হবে। খরচ পড়বে ২৬ লক্ষ টাকা। পূর্ত দফতর সূত্রে খবর, ২১ দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই হাইটবার। এই হাইটবার বসানো হলে টালা ব্রিজের ওপর দিয়ে বাস চলাচলও বন্ধ হয়ে যেতে পারে।

<strong>[ ট্রাম্পকে কি ইমপিচ করা হবে! স্পিকারের নির্দেশে শুরু তদন্ত, জেনে নিন পুরো ঘটনা]</strong>[ ট্রাম্পকে কি ইমপিচ করা হবে! স্পিকারের নির্দেশে শুরু তদন্ত, জেনে নিন পুরো ঘটনা]

[ এনআরসি আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক][ এনআরসি আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক]

English summary
Expert organisation RITES has given their suggession to demolish North Kolkata's Tala Bridge. Sources said, State govt wants to examine this report with another organisation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X