For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক

ফের এনআরসি আতঙ্কে মৃত্যু রাজ্যে। এবার জলপাইগুড়িতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন যুবক। মৃতের নাম সাবের আলি(৩২)। জলপাইগুড়ির কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা তিনি।

  • |
Google Oneindia Bengali News

ফের এনআরসি আতঙ্কে মৃত্যু রাজ্যে। এবার জলপাইগুড়িতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন যুবক। মৃতের নাম সাবের আলি(৩২)। জলপাইগুড়ির কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা তিনি।

এনআরসি আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক

পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই দুই মেয়ের আধার কার্ডের নামের ভুল নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

গতকাল বাড়ির কুয়োতে ঝাঁপ দেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকি‌ৎসকরা মৃত বলে জানান। এনআরসির আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে জলপাইগুড়ি জেলায়। মৃত সাবের আলি কৃষক ছিলেন। পরিবারে তার দুই মেয়ে ও স্ত্রী আছেন । সাবেরের আত্মীয়রা জানিয়েছেন আধার কার্ডে মেয়েদের নামে বানান ভুল ছিল পাশাপাশি বাড়ির পুরানো কাগজ খুজে পাচ্ছিলেন না তিনি। তাই নিয়ে গত কয়েকদিন ধরে অবসাদ গ্রস্ত হয়ে পড়েছিলেন সাবের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

[ সমুদ্রের গ্রাসে খুব শিঘ্রই চলে যেতে পারে কলকাতা! বিশ্ব উষ্ণায়নে বাড়তে পারে শহরের জলসংকট][ সমুদ্রের গ্রাসে খুব শিঘ্রই চলে যেতে পারে কলকাতা! বিশ্ব উষ্ণায়নে বাড়তে পারে শহরের জলসংকট]

English summary
A Man suicide in Jalpaiguri due to NRC panic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X