For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপাতত ৩ দিনের জন্য বন্ধ উল্টোডাঙা ফ্লাইওভার! ইএম বাইপাসে দীর্ঘ যানজট

উল্টোডাঙা ফ্লাইওভারে বিপজ্জনক ফাটল। যার জেরে আপাতত ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ওই ফ্লাইওভার।

  • |
Google Oneindia Bengali News

উল্টোডাঙা ফ্লাইওভারে বিপজ্জনক ফাটল। যার জেরে আপাতত ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল ওই ফ্লাইওভার। এদিন ফ্লাইওভারের স্বাস্থ্য পরিদর্শনে
যাওয়ার পর সেই ফাটল ধরা পড়ে বলে সূত্রের খবর। সন্ধে থেকে বন্ধ হয়ে যায়ওয়ায় ই এম বাইপাসে দীর্ঘ যানজট তৈরি হয়। উড়ালপুর বন্ধ থাকার কারণে গাড়ির গতি শ্লথ হয়ে যায়। বাড়ি ফেরার পথে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যদিও এতে আতঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আপাতত ৩ দিনের জন্য বন্ধ উল্টোডাঙা ফ্লাইওভার! বিপাকে নিত্যযাত্রীরা

২০১৩ সালে ভেঙে পড়েছিল ফ্লাইওভারের স্টিফ কার্ভ গার্ডার। যা পড়েছিল নিচের খালে। তৈরি হওয়ার দুবছরের মধ্যে ভেঙে পড়ায় উড়ালপুলের নির্মাণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। জানা গিয়েছে ওই ফ্লাইওভারের নকশা তৈরি করেছিল কনসালন্টিং ইঞ্জিনিয়ারিং সার্ভিস। নকশা পরীক্ষা করেছিল ইরকন। আর ফ্লাইওভার তৈরি করেছিল সরকার অধিগৃহীত সংস্থা ম্যাকিনটোস বার্ন।

২০১৪-র পুজোর আগে ফের চালু করা হয়েছিল ফ্লাইওভার।
এদিকে ফের ফাটল দেখা দেওয়ায় আগামী ৩ দিনের জন্য ফ্লাইওভারের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। তারাই মঙ্গলবার এই ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ফাটল ধরা পড়ে। জানা গিয়েছে, বুধবার ফাটল পরীক্ষা করে দেখবেন পূর্ত দফতর এবং ইঞ্জিনিয়ারদের বিশেষজ্ঞ কমিটি।

English summary
Administration closed Ultadanga flyover due to crack seen by the investigation team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X