For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫-১৮ অগাস্ট শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা! গাড়ি ঘুরবে কোন পথে, একনজরে

শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যার জেরে তা বন্ধ থেকে ১৫ অগাস্ট বিকেল থেকে ১৮ অগাস্ট বিকেল পর্যন্ত।

  • |
Google Oneindia Bengali News

শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যার জেরে তা বন্ধ থেকে ১৫ অগাস্ট বিকেল থেকে ১৮ অগাস্ট বিকেল পর্যন্ত। এই সময়ের মধ্যে ওই উড়ালপুল দিয়ে চলাচলকারী গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে যে পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ওই তিনদিন যানজটের পাশাপাশি সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়বেন তা একরকম ধরেই নিচ্ছেন অনেকে।

১৫-১৮ অগাস্ট শিয়ালদহ ফ্ল্যাইওভারের স্বাস্থ্যপরীক্ষা! গাড়ি ঘুরবে কোন পথে, একনজরে

তবে ট্রাফিক পুলিশ আশাবাদী। কেননা, ১৫ থেকে ১৮ অগাস্টের মধ্যে কাজের দিন বলতে গেলে ১৬ অগাস্ট শুক্রবার। বাকি তিনদিন সরকারি ছুটি। সাধারণ ছুটির দিনে ফ্ল্যাইওভারে গাড়ির চাপ কমই থাকে।

কলকাতা ট্রাফিক পুলিশের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী,

  • উড়ালপুলের আশপাশ দিয়ে সব রাস্তায় ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হবে, ওই চারদিন। তাছাড়াও এজেসি বোস রোড দিয়ে শিয়ালদহ স্টেশন যাওয়া রাস্তা অর্থাৎ এনআরএস হাসপাতালের পাশের র‍্যাম্পটি খুলে রাখা হবে। খোলা থাকবে মহাত্মা গান্ধী রোডের র‍্যাম্পটিও।
  • উত্তর কলকাতার দিক থেকে শিয়ালদহ স্টেশনে যেতে গেলে মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে কোলে মার্কেট দিয়ে যেতে হবে। অন্যদিকে, নারকেলডাঙা মেইন রোড, ক্যানেল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে শিয়ালদায় পৌঁছনো যাবে।
  • উত্তর থেকে দক্ষিণের দিকে শিয়ালদহের ওপর দিয়ে যে বাসগুলি যায়, সেগুলিকে মানিকতলা ক্রসিং থেকে, বিবেকানন্দ রোড, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণিতে যাবে।
  • এছাড়াও, এই কদিনের জন্য আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি আহমেদ কিদওয়াই রোডে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
English summary
Due to close of the Sealdah Flyover traffic will be diverted through different route
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X