For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশেষজ্ঞ দলের পরিদর্শন! উল্টোডাঙা উড়ালপুল খোলা নিয়ে অনিশ্চয়তা

উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করলেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। এদিন সেখানে যান, ব্রিজ বিশেষজ্ঞ অমিতাভ ঘোষাল। পরিদর্শনের পর জানা যায়, আপাতত কোনওসমস্যা নেই।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করলেন বিশেষজ্ঞ দলের সদস্যরা। এদিন সেখানে যান, ব্রিজ বিশেষজ্ঞ অমিতাভ ঘোষাল। পরিদর্শনের পর জানা যায়, আপাতত কোনও সমস্যা নেই। তবে যেসব জিনিস পরীক্ষাগারে পাঠানো হয়েছে, তার রিপোর্ট না আসার আগে ব্রিজ বন্ধ রাখার পক্ষেই মত প্রকাশ করেছেন তাঁরা।

বিশেষজ্ঞ দলের পরিদর্শন! উল্টোডাঙা উড়ালপুল খোলা নিয়ে অনিশ্চয়তা

উল্টোডাঙা উড়ালপুলে ফাটল। এই ফাটল ধরা পড়ার কারণে তিন দিন আগেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা উড়ালপুলে। এই ফাটল কতটা বিপদজনক তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ব্রিজ এক্সপার্ট টিমের সদস্যরা সরেজমিনে খতিয়ে দেখলেন উল্টোডাঙা উড়ালপুলের ফাটল ধরা অংশে। এই টিমে ছিলেন ভারতের অন্যতম ব্রিজ বিশেষজ্ঞ অমিতাভ ঘোষাল। এছাড়াও সমীরন সাহা, আশিস ঘোষালের মতো বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা ছিলেন। ছিলেন কেএমডিএর সিইও অন্তরা আচার্য। এদিন সকালে এই বিশেষজ্ঞ টিম উল্টোডাঙ্গা ব্রিজের কেষ্টপুর খালের অংশে পৌঁছান। এই বিশেষজ্ঞ টিম উল্টোডাঙ্গা ব্রিজের কংক্রিটের অংশ কোর সংগ্রহ করেন। তা পাঠানো হচ্ছে পরীক্ষাগারে।

উল্টোডাঙ্গা ব্রিজের ফাটল ধরা অংশ খতিয়ে দেখার পর এক্সপার্ট কমিটির সদস্যরা মনে করছেন বড় ধরনের কোনও সমস্যা নেই এই উল্টোডাঙ্গা ব্রিজের। এই ব্রিজ নিয়ে সাধারণৃ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই বলেই মন্তব্য তাদের। তবে কেন চির ধরল ব্রিজে তার কারণ অনুসন্ধানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে আসার পর কমিটির সদস্যরা এ বিষয়ে আলোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

যতদিন না ব্রিজ থেকে সংগ্রহ করা কোর রিপোর্ট হাতে আসছে ততদিন যান চলাচল বন্ধ রাখার পক্ষেই মত প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ টিমের সদস্যরা। তবে উল্টোডাঙা ব্রিজের এয়ারপোর্টগামী লেনে কোনও সমস্যা নেই বলেই এদিন জানিয়ে দিয়েছেন এক্সপার্ট কমিটির সদস্যরা। ফলে ওই লেনে যান চলাচলে কোনও বাধা থাকছে না বলেই মন্তব্য তাদের।

English summary
Expert team examines Ultadanga flyover on thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X