For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ালপুল থেকে হঠাৎ টাকার বৃষ্টি! নোট সংগ্রহের হিড়িকে ট্রাফিক জ্যাম রাস্তায়

টাকার বৃষ্টি হয়ে চলেছে রাস্তায়। গুজরাতের পর আজব ঘটনা এবার কর্নাটকে। কে কত কুড়োতে পারে টাকা

Google Oneindia Bengali News

হঠাৎ টাকার বৃষ্টি হচ্ছে উড়ালপুল থেকে! সঙ্গে সঙ্গেই নোট সংগ্রহের হিড়িক পড়ে গেল রাস্তায়। তার জেরে ট্রাফিক জ্যাম পর্যন্ত হয়ে গেল। মঙ্গলবার আজব ঘটনা ঘটেছে সাক্ষী বেঙ্গালুরু। এক ব্যক্তিকে উড়ালপুল থেকে টাকা ছড়াতে দেখে অবাক সবাই। নেট দুনিয়ায় সেই ছবি মূহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

১০ টাকার নোটের বৃষ্টি

১০ টাকার নোটের বৃষ্টি

মঙ্গলবার কে আর মার্কেট ফ্লাইওভার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে টাকা ছড়াতে দেখা যায়। ১০ টাকার নোটের বৃষ্টি হতে শুরু করে উড়ালপুল থেকে। এই টাকা বৃষ্টি দেখে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যান সবাই। তারপরই টাকা সংগ্রহের হিড়িক পড়ে যায়। কে কত টাকা কুড়াতে পারে, তার জন্য হুড়োহুড়িতে ট্রাফিক জ্যাম হয়ে যায়।

টাকা সংগ্রহের জন্য ট্রাফিক জ্যাম

টাকা সংগ্রহের জন্য ট্রাফিক জ্যাম

ভিডিও-য় দেখা যাচ্ছে, গলায় দেওয়াল ঘড়ি পরা একট লোক টাকা ছড়াচ্ছে। আর টাকা সংগ্রহের জন্য রাস্তায় ভিড় জমে গিয়েছে। স্বল্প সময়ের জন্য হলেও সৃষ্টি হয়েছে যানজট। বেঙ্গালুরুর ওয়েস্ট ডিভিশনের ডিএসপি লক্ষ্মণ নিম্বারগি বলেন, যে ব্যক্তি টাকা ছড়াচ্ছিলেন তাঁর সম্পর্কে কোনও তথ্য এখনও মেলেনি।

উড়ালপুল থেকে টাকা ছড়ানোর পর উধাও

উড়ালপুল থেকে টাকা ছড়ানোর পর উধাও

ডিএসপি আরও জানান, তিনি কে, কেনই বা তিনি টাকা ছড়ালেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সবার আগে তাঁকে খুঁজে বের করা দরকার। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কী তাঁর উদ্দেশ্য। কেন তিনি টাকা ছড়ালেন উড়ালপুল থেকে। উড়ালপুল থেকে টাকা ছড়ানোর পর তিনি উধাও হয়ে যান নিমেষে।

গুজরাতে একই ধরনের ঘটনা ঘটেছিল

এক মাস আগে গুজরাতে একই ধরনের ঘটনা ঘটেছিল। গুজরাতের নভসারিতে সঙ্গীতশিল্পী কীর্তিদান গাধভির ভজন পরিবেশনার পর প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা ছড়ানো হয়েছিল। তবে সেটা ছিল নতুন চক্ষু হাসপাতাল গড়ে তোলার জন্য। স্বামী বিবেকানন্দ আই টেম্পল দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত সমস্ত দর্শক ও শ্রোতারা ১০ থেকে ৫০০ টাকার নোট বৃষ্টি করেছিলেন। সংগৃহীত সেই টাকা ৫০ লক্ষেরও বেশি।

গায়কের উপর এক ড্রাম টাকার বৃষ্টি

২০১৫ সালেও একইরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে গুজরাতের স্থানীয় বিজেপি নেতা ভদোদরায় একটি অনুষ্ঠানে গায়কের উপর এক ড্রাম টাকা ছড়ানো হয়েছিল। সেই ঘটনায় বিজেপির জেলা সভাপতি সতীশ প্যাটেলকে কীর্তিদান গাধভির পেছন দিয়ে হাঁটতে দেখা যায়।

২০১৯ সালে আর একটি ভিডিও ভাইরাল হয়

২০১৯ সালে আর একটি ভিডিও ভাইরাল হয়

তারপর ২০১৯ সালে আর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই ভজন পরিবেশনের পর গায়কের উপর টাকার বর্ষণ হয়। অনুষ্ঠানটি ধর্মীয় ছিল নাকি সাধারণ নাচ-গানের অনুষ্ঠানে হয়েছিল, তা নিয়ে বিতর্ক রয়েছে। সংগৃহীত অর্থ একটি এনজিওৃতে দান করা হয়েছিল বলে জানানো হয়।

ছবি সৌ:টুইটার

Recommended Video

আকাশ থেকে উড়ে পড়ছে টাকা, কুড়াতে ব্যস্ত আমজনতা, হুলুস্থুলু বেঙ্গালুরুতে

English summary
A man showers cash from flyover and traffic jam to collect money in Bengaluru Road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X