কলকাতায় হবে আরও ছ’টি উড়ালপুল, জানালেন মেয়র ফিরহাদ হাকিম
আরও ছ’টি উড়ালপুল পেতে চলেছে কলকাতা। শুক্রবার ইন্ডিয়ান চেম্বার্স অফ কর্মাসে দ্বিতীয় সিমেন্টিং ইন্ডিয়া ২০১৯ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পূর্তমন্ত্রী জানান, বাংলায় সিমেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যত উজ্জ্বল। কারণ রাজ্য সরকার এই শিল্পের পরিকাঠামো গড়ে তুলতে কোটি টাকা খরচ করছে।

শহরে উড়ালপুলের সংখ্যা বাড়াতেই সরকার এই উদ্যোগ নেবে বলে জানা গিয়েছে। অদূর ভবিষ্যতে আরও ছ’টি উড়ালপুল তৈরি হবে শহরের বুকে। মূলত শহরের গতিকে আরও তরান্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হবে। প্রসঙ্গত, কলকাতার পুরনো উড়ালপুলগুলির মেরামতি–সংস্কার চলছে। কারণ বেশ কয়েকটি ঘটনার পরই রাজ্য সরকার এ বিষয়ে সতর্ক হয়ে গিয়েছে। নিত্যযাত্রীরা যাতে নিরাপদে উড়ালপুল ব্যবহার করতে পারে, সে কারণে বিভিন্ন উড়ালপুলে চলছে সংস্কারের কাজ।
মেয়র জানান, পূর্ত বিভাগের বরাদ্দ বাজেটের ১২,০০০ কোটি টাকা। এই বিভাগটি রাজ্য জুড়ে নির্মাণ কাজ চালিয়ে চলেছে এবং তার থেকেই বোঝা যাচ্ছে বাংলায় সিমেন্ট শিল্পের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। ফিরহাদ হাকিম আরও জানান যে, রাজ্য সরকার নতুন শিল্পপতিদের বাংলায় শিল্প স্থাপন ও ব্যবসা করার জন্য সর্বাত্মক সহায়তা করছে। অনেক শিল্পপতিএ বাংলায় সিমেন্ট কারখানা খোলার আগ্রহ প্রকাশ করেছে। প্রসঙ্গত, সিমেন্ট শিল্পে মূলধন বেড়েছে ১৯ হাজার কোটি, যেখানে ২০২৫ সালের মধ্যে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ৫,৫০০ এমটি লক্ষ্য পূরণ করতে হবে। এ রাজ্যে বাণিজ্যিক নির্মাণ ও কারখানাও গড়ে তোলা হচ্ছে।