For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়ালদহ ফ্লাইওভারের পর আরও ২ ! স্বাস্থপরীক্ষা নিয়ে পুলিশকে আগাম জানাল কেএমডিএ

পুজোর আগেই বন্ধ থাকতে চলেছে কলকাতার আরও দুই ফ্লাইওভার।

  • |
Google Oneindia Bengali News

পুজোর আগেই বন্ধ থাকতে চলেছে কলকাতার আরও দুই ফ্লাইওভার। গুরুত্বপূর্ণ এই দুই ফ্লাইওভার হল বালিগঞ্জেরববিজন সেতু এবং উত্তর কলকাতার খান্নার অরবিন্দ সেতু। ইতিমধ্যেই শিয়ালদহ ফ্ল্যাইওভার ৪ দিন বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ পরীক্ষার জন্য উল্লিখিত ২ ফ্ল্যাইওভার বন্ধ রাখতে কলকাতা পুলিশকে অনুরোধ করেছে কেএমডিএ।

বিজন সেতু

বিজন সেতু

তৈরি শুরু হয়েছিল আগেই। সত্তরের দশকে বাম জমানার শুরুর দিকে এই সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। মাঝে মধ্যে অল্প স্বল্প রক্ষণাবেক্ষণ হয় বটে কিন্তু তা আরও বেশি মাত্রায় জরুরি। তাই কেএমডিএ-র তরফে জানানো হয়েছে ৭২ ঘন্টা বন্ধ রেখে এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সঙ্গে চলবে মেরামতির কাজও।

অরবিন্দ সেতু

অরবিন্দ সেতু

কলকাতার যে সেতুগুলির অবস্থা বেহার তার মধ্যে রয়েছে অরবিন্দ সেতুও। ষাটের দশকে তৈরি করা হয়েছিল এটি। সূত্রের খবর অনুযায়ী এর সবকটি বেয়ারিং মরচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই সেতুর ওপর দিয়েই গাড়ি গৌড়ি বাড়ির দিক থেকে উল্টোডাঙার দিকে যায়। বেয়ারিংগুলি ঠিক না করলে সেতুর অবস্থা আরও খারাপ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। এর আগে রাইটসকে দিয়ে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।

ভোগান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা

ভোগান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা

দুটি সেতু দিয়েই প্রচুর সংখ্যায় গাড়ি চলাচল করে। ফলে সেদুটি ৩ দিনের জন্য বন্ধ রাখতে বহু মানুষের ভোগান্তি। তিনদিনের জন্য যান নিয়ন্ত্রণ করে বিকল্প ব্যবস্থা করবে কলকাতা পুলিশ। সেতু বন্ধের আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে সেই বিকল্প পথের কথা।

( প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Another two flyover in Kolkata excepting Sealdah will be closed for health checkup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X