For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ালপুল তৈরিতে দুর্নীতির অভিযোগ! প্রাক্তন পূর্তমন্ত্রীর আগাম জামিনের আর্জি খারিজ

ত্রিপুরার একমাত্র উড়ালপুর তৈরিতে দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর আগাম জামিরের আর্জি খারিজ করে দিয়েছে পশ্চিম ত্রিপুরার স্পেশাল জজ।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার একমাত্র উড়ালপুর তৈরিতে দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর আগাম জামিরের আর্জি খারিজ করে দিয়েছে পশ্চিম ত্রিপুরার স্পেশাল জজ। আদালতের এই রায়ের ফলে প্রাক্তন পূর্তমন্ত্রী পুলিশ যেকোনও সময় গ্রেফতার করতে পারবে। অন্যদিকে প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিককে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

উড়ালপুল তৈরিতে দুর্নীতির অভিযোগ! প্রাক্তন পূর্তমন্ত্রীর আগাম জামিনের আর্জি খারিজ

এর আগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন পূর্তমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। তার ভিত্তিতে সোমবার আগাম জামিনের আবেদন করেছিলেন বাদল চৌধুরী। আদালত সেই সময় ১৬ অক্টোবর পর্যন্ত আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল।

এমাসের শুরুতেই ত্রিপুরা তথা আগরতলার প্রথম ফ্ল্যাইওভারের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না রাজ্যের কোনও মন্ত্রী। চারবছর আগে তৎকালীন বাম সরকার এই প্রকল্পের কাজ শুরু করেছিল। শিশুরাই এই ফ্লাইওভার উদ্বোধন করেছিল। ২.৩ কিমি দীর্ঘ এই ফ্লাইওভার তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। শহরের বটতলা হয়ে এই ফ্লাইওভার ফারায় ব্রিগেড চৌমুহনি থেকে অরুন্ধতি নগর ড্রপ গেট পর্যন্ত গিয়েছে।

ফ্লাইওভারের কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়ে গেলেও, রাজ্যের বিজেপি ও আইপিএফটি জোট সরকারের পক্ষ থেকে নিয়ম না মেনে ফ্লাইওভার তৈরির অভিযোগ আনা হয়েছে। তোলা হয়েছে আরও অভিযোগ। অভিযোগ আনা হয়েছে পিডব্লুডির চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিক, সোমেশ চন্দ্র দাসের বিরুদ্ধে। সুনীল ভৌমিককে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ।
অন্যদিকে অভিযোগ তোলা হয়েছিল নির্মাণকারী দুই সংস্থা ভিকেএস ইনফ্রাটেক ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং হায়দরাবাদের নাগার্জুন কনস্ট্রাকশন কম্পানির বিরুদ্ধে। আর এই প্রকল্প নিয়ে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে ভিজিল্যান্স দফতর একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে।

এদিকে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রতন চৌধুরী বলেছেন, ব্রিজের নির্মাণ নিয়ে কোনও বিতর্ক নেই। প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীও দাবি করেছেন, ব্রিজটি তৈরি করা হয়েছিল অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি-দিল্লির বিশেষজ্ঞরা এই ফ্লাইওভার নিয়ে তাঁদের মত দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন বিশেষজ্ঞ সংগঠন এই ব্রিজের নির্মাণ নিয়ে তোলা প্রশ্নকে উড়িয়ে দেয়। তারপরেই ব্রিজটির উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 হতে পারে জঙ্গি হামলা! প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে জারি অরেঞ্জ অ্যালার্ট হতে পারে জঙ্গি হামলা! প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে জারি অরেঞ্জ অ্যালার্ট

English summary
Tripura's Ex PWD Minister's anticipatory bail cancelled in tha Court. There was a corruption case against Tripura's Ex PWD Minister Badal Choudhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X