For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Srilanka Political Crisis: শ্রীলঙ্কার কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদে শপথ রনিল বিক্রমসিংহের

Srilanka Political Crisis: শ্রীলঙ্কার কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদে শপথ রনিল বিক্রমসিংহের

Google Oneindia Bengali News

রাজাপাক্ষের পদত্যাগের পর দিশাহী দ্বীপরাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রনিল বিক্রমসিংহে। শ্রীলঙ্কার কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন তিনি। দেশ ছাড়ার পরেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপাক্ষে। স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহনও করেছিলেন। তারপরেই বিরোধীরা আলোচনা করে বিক্রম সিংহেকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করে।

শপথ রনিল বিক্রমসিংহের

শপথ রনিল বিক্রমসিংহের

বিক্ষোভের আগুনে বিধ্বস্ত দেশ। পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত রনিল বিক্রমসিংহে। বিরোধীরা আলোচনা করে শেষ পর্যন্ত রণিল বিক্রমসিংহেকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি পদে বসানোর সিদ্ধান্ত নেয়। শুক্রবার কার্যনির্বাহী রাষ্ট্রপতি পদে শপথ িনলেন তিিন। গোতাবায়া রাজাপাক্ষে পদত্যাগ করেেছন। স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহন করেছেন। তারপরেই রনিল বিক্রমসিংহেকে রাষ্ট্রপতি পদে বসানোর সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার প্রধান বিচাপতি জয়নাথ জয়সূর্য তাঁকে শপথ বাক্য পাঠ করান।

দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া

দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া

চরম গণবিক্ষোভে ফুঁসছে গোটা দেশ। জনরোষের শিকার হতে পারে আঁচ করেই গা ঢাকা দিয়েছিলেন গোতাবায়া। বিক্ষোভকারীরা তাঁতে ১৩ জুলাই পর্যন্ত পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছিল। তারপরেই দেশ ছেড়ে চম্পটদেন তিনি। রাতারাতি স্ত্রী এবং দুই দেহরক্ষীকে িনয়ে গোতাবায়া রাজাপাক্ষে মলদ্বীপে হাজির হয়েছিলেন কিন্তু সেখােনও তাঁর দেশের নাগরিকরা বিক্ষোভ েদখাতে শুরু করেন। শেষে দেশে পদত্যাগপত্র পাঠিয়ে তিিন হাজির হয়েছেন সিঙ্গপুরে।

নির্বাচন ঘোষণা

নির্বাচন ঘোষণা

নতুন কার্যনির্বাহী রাষ্ট্রপতি দয়িত্বে আসার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি পদে নির্বাচনও ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই রাষ্ট্রপতি িনর্বাচন। ১৯ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। স্পিকারের সঙ্গে সর্বদল বৈঠকের পরই এই িনর্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। রাজাপাক্ষের শাসন কালে একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে গোটা দেশ এক প্রকার দেউলিয়া হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার টাকার দাম তলানিতে এসে ঠেকেছে। পেট্রোল বিক্রি হচ্ছে ৫০০ টাকা লিটার দরে। যার জেরে রাস্তাঘাটে গাড়ির দেখা েনই। সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রাসাদ দখলে

রাষ্ট্রপতির প্রাসাদ দখলে

বিক্ষোভের আগুেন পুড়ছে গোটা দেশ। প্রেসিডেন্ট গোতাবায়ার প্রাসাদের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। তিনদিন ধরে প্রাসাদের সর্বত্র ঘুরে বেরিয়েছে তরা। প্রেসিডেন্টের সিংহাসনে বসে সেলফি তোলা থেকে শুরু করে একধিক গোপন টুঠুরির সন্ধান পেয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সবই করেছে বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই সব ভিডিও।

মুদ্রাস্ফীতিতে নাজেহাল আমেরিকা, বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে লম্বা লাইন মার্কিন নাগরিদের মুদ্রাস্ফীতিতে নাজেহাল আমেরিকা, বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে লম্বা লাইন মার্কিন নাগরিদের

English summary
Ranil Wickremesinghe is now new president of Srilanka after Rajapaksa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X