For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাণঘাতী করোনার সংক্রমণের ফলে দেখা দিতে পারে মানসিক সমস্যা, বলছে সাম্প্রতিক গবেষণা

প্রাণঘাতী করোনার সংক্রমণের ফলে দেখা দিতে পারে মানসিক সমস্যা, বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের পরে সুস্থ ব্যক্তিরা মানসিক সমস্যার শিকার হতে পারেন বলে জানা যাচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি এবং সুস্থ হওয়ার পরেও ডিলিরিয়াম এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) মতো মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানা যাচ্ছে।

দ্য ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত হয় এই গবেষণা পত্র

দ্য ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত হয় এই গবেষণা পত্র

সম্প্রতি দ্য ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত গবেষণার মাধ্যমে এ কথা জানা গেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী গবেষণার পর দেখা গেছে করোনা আক্রান্ত রোগীদের অনেকের ক্ষেত্রেই অ্যাকিউট রেসপেরটরি সিনড্রোম (এসএআরএস), এবং মিডিল ইস্ট রেসপেরটরি সিনড্রোম (এমইআরএস) দেখা যাচ্ছে।

কী বলছেন ব্রিটেনের গবেষকেরা ?

কী বলছেন ব্রিটেনের গবেষকেরা ?

ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) এই গবেষকেরা দাবি করেছেন কোভিড-১৯ এর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রতি চারজনের মধ্যে একজন ডিলিরিয়াম জাতীয় মানসিক রোগের শিকার হতে পারেন। কোনও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে একটি পরিচিত সমস্যা। এর ফলে একদিকে মৃত্যুর ঝুঁকি যেমন বাড়ে সেরকমই এই রোগ দেখা দিলে দীর্ঘদিন কোনও রোগীকে হাসপাতালে রেখে চিকিত্সা করতে হতে পারে।

দেখা দিতে পারে দীর্ঘস্থায়ী ক্লান্তি, হতাশাও

দেখা দিতে পারে দীর্ঘস্থায়ী ক্লান্তি, হতাশাও

যদিও করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার পরবর্তী সময়ের শারীরিক লক্ষণ গুলি সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে দীর্ঘ মেয়াদী ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হওয়ার পরেও পোস্ট-ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), দীর্ঘস্থায়ী ক্লান্তি, হতাশা দেখা দিতে পারে বলে জানাচ্ছে চিকিত্সকেরা।

২ মাস থেকে ১ বছর পর্যন্ত থাকতে পারে শারীরিক অসুস্থতা

২ মাস থেকে ১ বছর পর্যন্ত থাকতে পারে শারীরিক অসুস্থতা

প্রায় সাড়ে তিন হাজার করোনা আক্রান্ত রোগীর উপর এই গবেষণাটি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই সমগ্র পর্যালোচনাতে কেবলমাত্র হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ব্যক্তিদের উপরেই প্রাথমিক ভাবে এই সমীক্ষা চালানো হয়। যাদের সংক্রমণের পরিমাণ তুলনামূলক ভাবে কম তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। গবেষকেরা জানাচ্ছে করোনা সংমক্রণ থেকে সুস্থ হয়ে ওঠার পর দু'মাস থেকে ১ বছর পর্যন্ত এই ধরমের উপসর্গ গুলো কোনও ব্যক্তির শরীরে দেখা দিতে পারে।

বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান, মহামারীর মধ্যে দলবদল মন্ত্রীর হাত ধরেবিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান, মহামারীর মধ্যে দলবদল মন্ত্রীর হাত ধরে

English summary
research says coronavirus infections can cause psychological problems
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X