For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপ বাড়ছে আদানিদের, সহযোগী ফার্ম থেকে পদত্যাগ বরিস জনসনের ভাইয়ের

চাপ বাড়িয়ে আদানি গ্রুপের সহযোগী সংস্থা থেকে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই

Google Oneindia Bengali News

এবার পরিস্থিতি ক্রমশ ঘোরাল হতে শুরু করেছে। আরও প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে আদানি গ্রুপকে নিয়ে। আদানি গ্রুপের সঙ্গে যুক্ত ফার্ম থেকে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই লর্ড জো জনসন। নন এগজিকিউটিভ জিরেক্টর শিপ থেকে পদত্যাগ করেছেন তিনি। এদিকে দেশেও প্রবল চাপের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ফাঁস হয়ে গিয়েছে আদানি গ্রুপের কুকীর্তি।

সহযোগী ফার্ম থেকে পদত্যাক বরিস জনসনের ভাইয়ের

একের পর এক ঘটনা। আদানি গ্রুপের উপরে চাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। হিন্ডেনবার্ড রিপোর্টে আদানী গ্রুপের দুর্নীতির অভিযোগ ফাঁস হতেই একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। শেয়ার বাজারে কারচুপির অভিযোগ থেকে চিনা নাগরিকের সঙ্গে যোগাযোগ একাধিক চাপে রয়েছে আদানি গ্রুপ। এই পরিস্থিতিতে আদানি গোষ্ঠির সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছে প্রভাবশালীরা।

সূত্রের খবর আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ফার্ম থেকে পদত্যাগ করেছেন বরিস জনসনের ভাই লর্ড জো জনসন। তিনি ব্রিটেনের সেই সংস্থার এগজিকিউটিভ পদে ছিলেন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কৃত্তিম ভাবে শেয়ার বাজারে শেয়ারের দর বৃদ্ধি এবং কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকী চিনা নাগরিকের সঙ্গে যোগাযোগ রাখার তথ্যও ফাঁস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ঝুঁকি নিতে চাননি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই। তাই তড়িঘড়ি সেই ফার্ম থেকে পদত্যাগ করেছেন তিনি।

ইলারা কম্পানি নামে সংস্থাটি ব্রিটেনের একটি বিনিয়োগকারী সংস্থা। এটি আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। ইলারা ক্যাপিটালের লন্ডনের ডিরেক্টর ছিলেন বরিস জনসনের ভাই লর্ড জনসন। গতকালই তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবং জানিয়েছেমন এই সংস্থার সঙ্গে আহর তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আদানি গ্রুপ ইপিও প্রত্যাহার করে নেওয়ার পরেই পদত্যাগ করেন তিনি। এমনই জানা গিয়েছে।এদিকে জানা গিয়েছে এসবিআই সহ একাধিক ভারতীয় ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ করেছে আদানি গ্রুপ। শুধু মাত্র এসবিআইয়ের কাছ থেকে ২১৩ কোটি টাকা ঋণ নিয়েছে। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকেও কয়েকশো কোটি টাকা ঋণ নিয়েছে আদানি গোষ্ঠী। পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক। গত পরশু রিজার্ভ ব্যাঙ্ক সব ভারতীয় ব্যাঙ্কের কাছ থেকে আদানি গোষ্ঠীর সঙ্গে আর্থিক লেনদেনের হিসেব তলব করেছে। কোন ব্যাঙ্ক আদানি গোষ্ঠীকে কত কোটি টাকা ঋণ দিয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

অন্যদিকে আদানি গোষ্ঠির কারচুপির অভিযোগ ফাঁস হতেই সংসদে পড়েছে তাঁর আঁচ। গতকাল বিরোধীরা আদানি গোষ্ঠির দুর্নীতি ইস্যুতে আলোচনা দাবি করে সংসদে সরব হয়েছে। বিরোধীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়েছে লোকসভা দিনের মত মুলতুবি করে দিতে হয়েছে অধিবেশন। শুক্রবারও তার আঁচ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবারও বিরোধীরা একাট্টা হয়ে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি আদানি ইস্যুতে এসবিআই এবং এলআইসির দফতরে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে বিরোধী

English summary
Boris Jhonson's Brother resigne from Adani group linked farm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X