For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Yearender 2022 : গোটা বছর ধরে যে রাষ্ট্রনেতারা গোটা বিশ্বের নজরে ছিল

বিশ্বের রাজনীতিতে একাধিক উত্থান-পতন ঘটেছে! বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ বিশ্বের অর্থ ব্যবস্থাকে বড়সড় ধাক্কা দিয়েছে। এমনকি গোটা বিশ্ব এখনও করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা নিজের নিজের দেশের স

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের রাজনীতিতে একাধিক উত্থান-পতন ঘটেছে! বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ বিশ্বের অর্থ ব্যবস্থাকে বড়সড় ধাক্কা দিয়েছে। এমনকি গোটা বিশ্ব এখনও করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা নিজের নিজের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত। যেমন গোটা ইউরোপ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাতে ভুগছে।

অন্যদিকে নতুন করে রাশিয়া এবং চিনের সঙ্গে ঠান্ডা যুদ্ধ নিয়ে সতর্ক আমেরিকা। পাশাপাশি ব্রিটেন গত কয়েকমাসের মধ্যে তিনজন প্রধানমন্ত্রী দেখেছে। কেউ আবার বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করছেন। কেউ আবার শান্তি প্রতিষ্ঠার জন্যে

এমনই ২০২২ সালের বেশ কয়েকজন রাষ্ট্র নেতার কথা উল্লেখ করা হল এই প্রতিবেদনে যাদের উপর বিশ্বের নজর গোটা বছর ধরে ছিল-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আর সেই তালিকার প্রথমেই রয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী ( Narendra Modi )। ইতিমধ্যে ভারত গোটা বিশ্বের নজরে রয়েছে। ইউক্রেনের যুদ্ধ চলাকালীন বারবার শান্তির বার্তা দিতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। যুদ্ধের প্রথমদিকে যখনই ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছিল সেই সময় মোদী রুশ প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কিকে ফোন করে আবেদন জানিয়ে ছিলেন মোদী। যাতে তাঁরা কূটনৈতিক পথে হাঁটেন।

এছাড়াও জি-২০ সম্মেলনের আয়োজন করতে চলছে ভারত। সেটিও এই মুহূর্তে গোটা বিশ্বের নজরে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

আমেরিকার গোয়েন্দা রিপোর্টকে প্রথমে গুরুত্ব দেননি ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President) Volodymyr Zelensky। তাঁর সমস্ত অনুমান ভুল করে হঠাত করেই ইউক্রেনে হামলা করে রাশিয়া। আমেরিকা জেলেনস্কিকে আশ্রয় দেওয়ার জন্যে পথ খুলে দিয়েছিল। কিন্তু সে পথে হাটেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। আজ সেই যুদ্ধের ৩০০ দিন পরেও ইউক্রেনেই রয়েছেন তিনি। তাঁকে পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করেছে টাইমস ম্যাগেজিন।

ঋষি সুনক

ঋষি সুনক

লিজ ট্রাসের কাছে হেরে গিয়ে তিনি হয়তো ভেবেছিলেন সব আশা শেষ! কিন্ত্য একেই বলে ভাগ্য। পরাজয়ের মাত্র সাত সপ্তাহ বাদে ব্রিটেনের (UK) প্রথম ভারতীয় বংশদ্ভুত প্রধানমন্ত্রী (Prime Minister) হলেন Rishi Sunak। তবে ব্রিটেনের জনগণ তাঁকে নির্বাচন করেনি। তিনি তাঁর দলের এমপিদের ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

French প্রেসিডেন্ট Emmanuel Macron আবার ক্ষমতায় ফিরবেন কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেন না অনেকেই। তবে গোটা বিশ্বের নজর তাঁর উপরেই ছিল। রাশিয়াতে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন তিনি।

নজরে ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

নজরে ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

চিনের দখলদারীর প্রবণতা সম্পর্কে ওয়াকিবহাল হয়েও এতটুকু ভয় পাননি Taiwan-এর President Tsai-Ing Wen। ইউক্রেনের যুদ্ধের সময়ে জেলেনস্কিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, মার্কিন হাউস স্পিকার ন্যানসী পেলোসি যখন তাইওয়ান সফরে গিয়েছিলেন তখন চিন সামরিক মহড়া চালালেও বিচলতি হননি Tsai-Ing Wen। বরং চিনের চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

ফ্লোরিডার গভনর হয়েছেন-

ফ্লোরিডার গভনর হয়েছেন-

২০২২ -এ নতুন করে Florida -এর Governor নির্বাচিত হয়েছেন Ron DeSantis। তাঁর শাসন পদ্ধতি পছন্দ করেন অনেকেই। বিশেষত কোভিড কালে তিনি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন তাতে তাঁর সমর্থন আরও বেড়েছে।

English summary
Yearender 2022 : Top World leader who were in focus in 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X