For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ বাম দুর্গে পতন! ত্রিপুরায় ক্ষমতায় আসছে বিজেপি! জন কী বাতের সমীক্ষা প্রকাশ্যে

বিজেপি ৬০টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। বিজেপি জোটকে ৩৫-৪৫টি আসন দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়াই হয়েছিল ৬০টি আসনে। পঁচিশ বছরের একটানা বাম শাসনের অবসান ঘটিয়ে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনে নেমেছে বিজেপি। উল্টোদিকে এবার জিতে অষ্টম বামফ্রন্ট সরকার গড়তে আশাবাদী মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছে ২৫ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডের ভোট মিটতেই বের হল জন কী বাতের এক্সিট পোলের ফলাফল।

বাম দুর্গে পতন! ত্রিপুরায় ক্ষমতায় আসছে বিজেপি

সমীক্ষা বলছে, বিজেপি ৬০টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। বিজেপির সঙ্গে আইপিএফটি-র জোট রয়েছে। সেখানে বিজেপি জোটকে ৩৫-৪৫টি আসন দেওয়া হয়েছে।

দীর্ঘ ২৫ বছর পরে ত্রিপুরায় হারতে চলেছে বামেরা। এমনই ইঙ্গিত জন কী বাত এক্সিট পোলে। বলা হচ্ছে মানিক সরকারের দল ১৪-২৩টি আসন পাবে। অতএব বাম দুর্গের পতন নিশ্চিত, এমনটাই ইঙ্গিত সমীক্ষায়।

কংগ্রেস ত্রিপুরায় কোনওদিনই ভালো ফল করতে পারেনি। এবারের ভোটে কংগ্রেস পুরো সাইনবোর্ড হয়ে যাবে। কোনও আসন রাহুলের দল পাবে না বলে বলা হচ্ছে জন কী বাত সমীক্ষায়।

অন্যান্যরা একটি আসন পেতে পারে। ফলে সবমিলিয়ে ত্রিপুরায় বাম দুর্গের পতন হয়ে গেরুয়া সাম্রাজ্য শুরু হতে চলেছে বলে ইঙ্গিত সমীক্ষায়।

English summary
Tripura Exit Poll Results 2018 : BJP to win over CPIM, says Jaan Ki Baat survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X