For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভাষণ দিয়ে ফের ত্রিপুরার মনজয় নরেন্দ্র মোদীর, দেখুন কী বললেন তিনি

ত্রিপুরার মানুষকে নরেন্দ্র মোদী ধন্যবাদ জানালেন একেবারে নিজের স্টাইলে। বাংলা বলে। যা শোনার পর দর্শকরা রীতিমতো অবাক হয়ে যান।

  • |
Google Oneindia Bengali News

তিনি যেখানে যান সমস্ত লাইমলাইট কেড়ে নেন। বারবার তা প্রমাণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনও ফের তা দেখিয়ে দিলেন। ত্রিপুরার শপথগ্রহণের মঞ্চে তাঁর উপস্থিতিতে তা হয়ে উঠল মোদীময়। শুধু তাই নয়, ত্রিপুরার মানুষকে ধন্যবাদও জানালেন একেবারে নিজের স্টাইলে। বাংলা বলে। যা শোনার পর দর্শকরা রীতিমতো অবাক হয়ে যান।

বাংলায় ভাষণ দিলেন মোদী, ফের ত্রিপুরার মনজয় নরেন্দ্র মোদীর

বাংলায় ভোটের প্রচারে এসে ২০১৬ সালে কয়েকবার বাংলা বলেছেন মোদী। দুই-চারটে শব্দ বা একটি লাইন বলতে শোনা গিয়েছে। এখানে বেশ কয়েক লাইন বাংলা বললেন প্রধানমন্ত্রী।

মোদী শুরুতেই বলেন, আজ ফের ত্রিপুরায় দিওয়ালি এসেছে। উন্নয়নের প্রদীপ জ্বলে উঠেছে। আমি নতুন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের অভিনন্দন জানাচ্ছি ও প্রার্থনা করছি ইশ্বর যেন ওঁদের শক্তি দেন। এটা বলার পরই ত্রিপুরার মানুষকে ধন্যবাদ জানান মোদী।

ভাষণের শেষে বাংলায় কথা বলতে গিয়ে মোদী সকলকে চমকে দেন। মোদী বাংলায় বলেন, 'সমস্ত ত্রিপুরাবাসী, আমি আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। অবশেষে আপনারা পাল্টিয়েই দিলেন। যে উন্নয়নের রাস্তায় আপনারা পা রেখেছেন, আমি বিশ্বাস করি সরকার আপনাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।'

এদিন বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ত্রিপুরার মঞ্চ আলো করে ছিলেন। লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে রাজনাথ সিং, মুরলী মনোহর জোশী, বিজয় রূপানি এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলেই মঞ্চে উপস্থিত থেকে নতুন মুহূর্তের সাক্ষী হলেন।

English summary
PM Modi speaks Bangla while congratulating newly elected Tripura CM Biplab Kumar Deb and his govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X