For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট: আলোচনা ও বিতর্ক গণতন্ত্রকে আরও জোরদার করে, অধিবেশনের সূচনা করে মন্তব্য রাষ্ট্রপতির

Google Oneindia Bengali News

শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অধিবেশন সূচনা করার ভাষণে সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

'সংসদ দেশবাসীর আশা পূরণ করবে'

এদিন রাষ্ট্রপতি বলেন, 'আমাদের সংবিধান এই সংসদ এবং এই সভায় উপস্থিত প্রতিটি সদস্যের কাছ থেকে প্রত্যাশা করে যে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষাগুলি পূরণ করবে। এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের জন্য প্রয়োজনীয় আইন তৈরি করবে। এই দশকটি দেশের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। গত ৭ মাসে সংসদ কাজের ক্ষেত্রে একটি নতুন মাণদণ্ড স্থাপন করেছে।'

৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে কী বললেন রাষ্ট্রপতি?

গত অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গে এদিন বলতে গিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, 'সংসদের উভয় কক্ষে দ্বি-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধানের ৩৭এ ধারা এবং ৩৭০ ধারা দুটি বাতিল করা কেবল ঐতিহাসিকই নয়, বরং এটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমান বিকাশের পথও সুগম করেছে। এখন জম্মু ও কাশ্মীর এবং লাদাখের লোকেরা সরকারের সব প্রকল্পের সুবিধা পাচ্ছে। সাত দশক পর জম্মু ও কাশ্মীর নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ হয়েছে।'

সিএএ নিয়ে কী বললেন রাষ্ট্রপতি?

এরপর সিএএ নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, 'সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধন আইনটি পাশ হওয়ায় আমি খুশি। এই নীপিড়িত মানুষগুলিকে ভারতে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন মহাত্মা গান্ধী। আমি খুশি যে, আইনটি কার্যকর করার মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ইচ্ছা পূরণ হয়েছে।' রাষ্ট্রপতির এই মন্তব্যের পরেই সংসদে অট্টরব করেন বিজেপি সাংসদরা।

আলোচনা এবং বিতর্ক গণতন্ত্রকে আরও জোরদার করে

এরপর রাষ্ট্রপতি বলেন, 'আমার সরকার স্পষ্টতই মত প্রকাশ করে জানিয়েছে যে পারস্পরিক আলোচনা এবং বিতর্ক গণতন্ত্রকে আরও জোরদার করে। একই সাথে প্রতিবাদের নামে কোনও ধরণের সহিংসতা সমাজ ও দেশকে দুর্বল করে দেয়। রামজন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে যেই পরিপক্বভাবে দেশবাসী আচরণ করেছিলেন তা প্রশংসনীয়।'

দেশের ধর্মীয় ঐক্যতা

দেশের ধর্মীয় ঐক্যতা নিয়ে বলতে গিয়ে করতারপুর করিডোর ও হজ যাত্রীদের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, 'আমার সরকার করতাপুর সাহিব করিডোরটি রেকর্ড সময়ের মধ্যে তৈরি করেছিল। গুরু নানকদেবজির ৫৫০তম প্রকাশ পার্ব উপলক্ষে এটি জাতির উদ্দেশ্যে উত্সর্গ করেছে সরকার। এছাড়া আমার সরকারের বিশেষ অনুরোধে, সৌদি আরব অভূতপূর্বভাবে হজ কোটা বৃদ্ধি করেছে। এর কারণে এবার রেকর্ড সংখ্যক ২ লক্ষ ভারতীয় মুসলমান হজো গিয়েছিলেন। ভারত প্রথম দেশ যেখানে হজের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ও অনলাইন করা হয়েছে।'

উত্তরপূর্বে শান্তি বজায় রাখা

উত্তরপূর্বে শান্তি বজায় রাখা

উত্তরপূর্বে শান্তি বজায় রাখার জন্যে সরকারের পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, 'উত্তরপূর্বের শান্তির দিকে সরকার বিশেষ ভাবে নজর দিয়েছে। সম্প্রতি সরকার ঐতিহাসিক বোড়ে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উত্তর-পূর্বের শান্তির পথে আরও অগ্রসর হয়েছে।'

গ্রামীণ অর্থনীতির উপর জোর

গ্রামীণ অর্থনীতির উপর জোর

সরকার গ্রামীণ অর্থনীতির উপর জোর দিচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, 'গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে আগামী দিনে ২৫ লক্ষ কোটি টাকার বরাদ্দ করবে কেন্দ্র।' প্রধানমন্ত্রী মোদীর পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে ভারতকে পৌঁছাতে হলে উৎপাদন শিল্পে অগ্রগতির পাশাপাশি কৃষকদের আয়ও দ্বিগুণ করতে হবে। কিন্তু সেই পথে দেশের অর্থনীতিকে আপাতত নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র।

English summary
president ramnath kovind commences budget session, said, debate strengthens democracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X