For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষের মুখে, জানেন কীভাবে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মেয়াদ শেষের মুখে, জানেন কী কিভাবে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি

  • |
Google Oneindia Bengali News

জুলাই মাসে রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে। চলতি বছরই বছরের ২৪ জুলাই অবসর গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। ২৪ জুলাইয়ের আগেই ১৮ জুলাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে ২৮ জুন-এর মধ্যে প্রার্থী মননোয়ন দিতে হবে৷ কিন্তু কিভাবপ হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন? দেশের সাধারণ নির্বাচগুলি থেকে কতটাই বা আলাদা তার পদ্ধতি? রইল বিস্তারিত আলোচনা ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী রয়েছে সংবিধানে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কী রয়েছে সংবিধানে?

ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর ধারা অনুসারে একটি 'ইলেক্টোরাল কলেজে' এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন৷ রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৫২-এর অনুসারে, ভারতের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি অবসর নেওয়ার ষাট দিনে আগেই নির্বাচনের আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করতে পারে। বিদায়ী রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এটি করতে হয়৷ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া জটিল। এটি লোকসভা বা বিধানসভার নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা। লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য, দিল্লি এবং পুদুচেরি সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী কলেজের (ইলেক্টোরাল কলেজের) মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতে রাষ্ট্রপতির এই নির্বাচন পদ্ধতিটিকে বলা হয় 'একক স্থানান্তরযোগ্য ভোটের সমানুপাতিক প্রতিনিধিত্ব'।

রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশ নেন?

রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশ নেন?

তবে সংসদ বা বিধানসভার মনোনীত সদস্যরা ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নন। শুধুমাত্র নির্বাচিত সাংসদ এবং বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে৷ সংখ্যার পরিপ্রেক্ষিতে, ইলেক্টোরাল কলেজটি লোকসভার ৫৪৩ সদস্য, রাজ্যসভার ২৩৩ সদস্য এবং বিধানসভার ৪০৩৩ সদস্য নিয়ে গঠিত। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ৪৮০৯ নির্বাচকরা এবার রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন৷

কিভাবে নির্ধারিত হয় ভোটমূল্য?

কিভাবে নির্ধারিত হয় ভোটমূল্য?

ইলেক্টোরাল কলেজ সূত্র জানানো হয়েছে প্রতিটি এমপির (লোকসভা এবং রাজ্যসভা) ভোটের মূল্য ৭০০ নির্ধারণ করা হয়েছে, রাজ্যগুলির মধ্যে, বিধায়কদের ভোটের মূল্য আলাদা হয় কারণ আইনসভার শক্তি এবং সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা দুটি মিলিয়ে একজন বিধায়কের ভোটমূল্য নির্ধারিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের মাপকাঠিতে অভিন্নতা নির্ধারণের জন্য, প্রতিটি রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র ব্যবহার করা হয় ভোট দেওয়ার যোগ্য সদস্যদের ভোটের মূল্য নির্ধারণ করতে।
যেমন উত্তর প্রদেশের একজন বিধায়কের ভোটের মূল্য হবে ২০৮, যা দেশের সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। উত্তরপ্রদেশ বিধানসভার মোট ভোটের মূল্য হবে ৮৩৮২৪ (২০৮x ৪০৩)। আবার, লোকসভা এবং রাজ্যসভার সাংসদের জন্য, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ভোটের মূল্যকে মোট সাংসদের সংখ্যা (নির্বাচিত) দ্বারা ভাগ করে প্রতি এমপির ভোটের মূল্য পেতে হয়।

কী ভাবে কাজ করে ইলেক্টোরাল কলেজ?

কী ভাবে কাজ করে ইলেক্টোরাল কলেজ?

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ভোটের মান হল ৫৪৩২৩১৷ সুতরাং সাংসদের মোট ভোটের মূল্য হবে ৫৪৩২০০ (৭০০ x ৭৭৬)। সেই অনুযায়ী ৪৮০৯ নির্বাচকের ইলেক্টোরাল কলেজের মোট মান হবে, ১০৮৬৪৩১ (৫৪৩২০০ + ৫৪৩২৩১)। রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রার্থীকে জয়ী ঘোষণা করার জন্য কমপক্ষে ৫০ শতাংশে এবং তারসঙ্গল একটি বেশি ভোট পেতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারে বা কোনো নির্বাচনী প্রতীক নেই। ব্যালটপেপারে দুটি কলাম থাকে। প্রথম পছন্দের ভোট ও দ্বিতীয় পছন্দের ভোটের৷

রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, ফল প্রকাশ ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, ফল প্রকাশ ২১ জুলাই

English summary
end of President Ram Nath Kovind's term, knows how to elect a new President?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X