For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদের দুই কক্ষে পাস কৃষি আইন বাতিলের বিল, এবার কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

সংসদের দুই কক্ষে পাস কৃষি আইন বাতিলের বিল, এবার কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

Google Oneindia Bengali News

লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাস হয়ে গেল কৃষি আইন বাতিল বিল। সংসদের দুই কক্ষেই বিল পাসের পর এবার আইনে পরিণত হবে কৃষি আইন বিরোধী বিল। তার জন্য কেবল রাষ্ট্রপতির সাক্ষরের অপেক্ষা। এর পরে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। রাষ্ট্রপতির সই হয়ে গেলেই কৃষি আইন বািতল হয়ে যাবে। আর আইন থাকবে না কৃষি আইন।

লোকসভায় পাস বিল

লোকসভায় পাস বিল

আজ থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। ২৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। প্রথম দিনেই কৃষি আইন বাতিলের বিল পেশ করেন মোদী সরকার। সকাল থেকেই এই নিয়ে বিরোধীরা লোকসভায় তুমুল হট্টগোল শুরু করেছিলেন। তার জেরে দুপুর ১২টা পর্যন্ত প্রথমে স্থগিত রাখা হয়েছিল ১২টার পর আবার অধিবেশন শুরু হলে। বিক্ষোভ দেখাতে থাকেন। তুমুল বিক্ষোভের মধ্যেই ধ্বনি ভোটে পাস হয়ে যায় বিলটি।
তারপরেই মুলতুবি করে দেওয়া হয় লোকসভা অধিবেশন।

রাজ্যসভায় পাস বিল

রাজ্যসভায় পাস বিল

লোকসভা অধিবেশনের পাশাপাশি রাজ্যসভা অধিবেশনেও পাস হয়ে গিেয়ছে কৃষি আইন বাতিলের বিলটি। রাজ্যসভায় বিলটি পেশের পরেই তুমুল হট্টোগোল শুরু করেন বিরোধীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। তারমধ্যেই এক প্রকার মরিয়া হয়েই মোদী সরকার বিলটি পাস করিয়েছে। কাজেই প্রথম দিনেই টার্গেট পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছেন তিনি। এবার কেবল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।

প্রথম দিন থেকেই হট্টগোল

প্রথম দিন থেকেই হট্টগোল

শীতকালীন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের অনুরোধ জানিয়েছিলেন, অধিবেশন বিশেষ গুরুত্বপূর্ণ। সরকার সব আলোচনার জন্য প্রস্তুত। তার জন্য বিক্ষোভ দেখালেও যেন সংসদ চলতে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য বাদল অধিবেশনে বিরোধীদের তুমুল হট্টগোলের কারণে এবং দফায় দফায় অধিবেশন বয়কট করার কারণে বাদল অধিবশন পূর্ণসময় পর্যন্ত চালানো যায়নি। মাঝ পথেই শেষ করে দিতে হয় লোকসভা অধিবেশন।

আন্দোলন জারি রাখল কৃষকরা

আন্দোলন জারি রাখল কৃষকরা

গুরুনানক জয়ন্তিতে কৃষি আইন বাতিলের ঐতিহাসিক ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কৃষকরা আন্দোলন প্রত্যাহার করেননি। ২৯ নভেম্বরের সংসদ অভিযান বাতিল করলেও আন্দোলন জারি রেখেছেন তাঁরা। আজ সংসদের দুই কক্ষে তড়িঘড়ি কৃষি আইন বাতিলের প্রক্রিয়া শেষ করেছে মোদী সরকার। কিন্তু তাঁরা আন্দোলন প্রত্যাহার করেননি। উল্টে মোদী সরকার কৃষকদের সঙ্গে সহায়ক মূল্য নিয়ে যতক্ষণনা সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণতাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Farm Law repealing bill passes in Rajyasabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X