For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সংবিধান দিবসে কংগ্রেসকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

  • |
Google Oneindia Bengali News

সংবিধান দিবস উদযাপন করা হবে এদিন ২৬ নভেম্বর। সেই উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের সেন্ট্রাল হলে উপস্থিত হয়ে ভাষণ দেবেন। এদিনের অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে সহ একাধিক বিরোধী দল। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্পিকার ওম বিড়লাও। সেই সংক্রান্ত সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

LIVE সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবসে উপস্থিত রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদী

Newest First Oldest First
12:11 PM, 26 Nov

সংবিধানের ওপর ভিত্তি করেই এগিয়ে চলেছে আজকের আধুনিক ভারত, বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
11:54 AM, 26 Nov

সংবিধানের মূল আধার হল গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল আধার হল জনগন। সংবিধান দিবসে কেন্দ্রের সরকারের নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুর।
11:39 AM, 26 Nov

১৯৫০ সালের পর থেকে প্রতিবছর সংবিধান দিবস ২৬ নভেম্বর পালন করা উচিত ছিল। তবে দুর্ভাগ্যবশত তা হয়নি। কংগ্রেসের নাম না করে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর।
11:33 AM, 26 Nov

২৬ নভেম্বর মুম্বই হামলার শহিদদের সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
11:26 AM, 26 Nov

সংবিধান দিবসের ভাষণে নাম না করে কংগ্রেসকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
11:23 AM, 26 Nov

সংবিধান দিবসে প্রণেতাদের শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শ্রদ্ধাজ্ঞাপন মহাত্মা গান্ধীকেও। একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামীদেরও শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর।
11:17 AM, 26 Nov

ভারতের সংবিধানকে শ্রীমদ্ভগবত গীতার সঙ্গে তুলনা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার।
11:13 AM, 26 Nov

সেন্ট্রাল হলে সংবিধান দিবস উপলক্ষ্যে উপস্থিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্পিকার ওম বিড়লা সহ একাধিক ভিভিআইপি।
10:47 AM, 26 Nov

এদিন সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবসে যে অনুষ্ঠান হবে তা বয়কট করেছে কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, আরজেডি, শিবসেনা, এনসিপি, এসপি, আইইউএমএল, ডিএমকে-র মতো দল।
10:38 AM, 26 Nov

সংবিধান দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10:07 AM, 26 Nov

প্রধানমন্ত্রী হয়ে আসার পরে ২০১৫ সালে নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ২৬ নভেম্বর তারিখটিকে প্রতিবছর উদযাপিত করা হবে।
10:06 AM, 26 Nov

আজকের দিনে অর্থাৎ ২৬ নভেম্বর তারিখে ১৯৪৯ সালে ভারতীয় সংসদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
10:04 AM, 26 Nov

এদিন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, হাইকোর্টের বিটারপতিরা এবং অনেক সিনিয়র আইনজীবী উপস্থিত থাকবেন।
10:03 AM, 26 Nov

এদিন সকাল ১১টায় সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি বিকেলে ৫টায় বিজ্ঞান ভবনেও একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Live Updates of PM Narendra Modi in Parliament on Indian Constitution Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X