For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির নয়া উপ-রাজ্যপালের দায়িত্বে বিনয় কুমার সাক্সেনা, কিন্তু কে এই ব্যক্তি?

দিল্লির উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল বৈজল। ব্যাক্তিগত কারণ দেখিয়ে হঠাত করেই ইস্তফা দেন তিনি। আর এরপরেই বিনয় কুমার সাক্সেনাকে দিল্লির নয়া উপ-রাজ্যপাল হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ সোমবারই তাঁ

  • |
Google Oneindia Bengali News

Delhi New Lieutenant Governor: দিল্লির উপ-রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিল বৈজল। ব্যাক্তিগত কারণ দেখিয়ে হঠাত করেই ইস্তফা দেন তিনি। আর এরপরেই বিনয় কুমার সাক্সেনাকে দিল্লির নয়া উপ-রাজ্যপাল হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ সোমবারই তাঁকে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।

দিল্লির নয়া উপ-রাজ্যপালের দায়িত্বে বিনয় কুমার সাক্সেনা

শুধু তাই নয়, অনিল বৈজলের ইস্তফার ঠিক পাঁচদিনের মাথাতেই বিনয় কুমার সাক্সেনাকে দায়িত্ব ভার দেওয়া হল।

বলে রাখা প্রয়োজন, গত ১৮ মে দিল্লি উপ-রাজ্যপাল অনিল বৈজল হঠাত করেই ইস্তফা দিয়ে দেন। তবে উপ রাজ্যপাল হিসাবে ওনার কার্যকালের পাঁচ বছর ৩১ ডিসেম্বর, ২০২১ সালেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তবে দিল্লির উপরাজ্যপাল হিসাবে থাকাকালীন অনিল বৈজলের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়ান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

একাধিক ইস্যুকে সামনে রেখে সংঘাত চরমে উঠতে দেখা গিয়েছে। কিন্তু এরপরেই নানা ভাবে কাজ সামলে গিয়েছেন। কিন্তু হঠাত অনিল বৈজলের ইস্তফা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

বলে রাখা প্রয়োজন, দিল্লি সরকারের এক হাজারটি বাসের ক্রয় প্রক্রিয়ার তদন্তের জন্য বৈজল এক বছর আগে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। বিজেপির তরফে এই ঘটনায় লাগাতার সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসতে থাকে।

উপরাজ্যপাল যে প্যানেল তৈরি করেছিলেন, সেখানে একজন অবসর প্রাপ্ত IAS অফিসার, ভিজিলেন্স বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এবঙ্গ দিল্লি সরকারের পরিবহণ দফতরের কমিশনার ছিলেন। আর এই তদন্ত নিয়েই কেজরিওয়াল সরকারের সঙ্গে চরমে ওঠে সংঘাত।

এর আগে স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত একটি মামলায় উপরাজ্যপালের সঙ্গে সংঘাত তৈরি হয়। এছাড়াও উপরাজ্যপালকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার দিল্লির বুকে ক্ষমতা জাহিরের চেষ্টা অভিযোগ তোলে কেজরিওয়াল সরকার। যা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় দিল্লি সরকার। তবে বিতর্কের মধ্যে নয়া উপ রাজ্যপাল নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কিন্তু কে এই বিনয় কুমার সাক্সেনা?

বর্তমানে কেন্দ্রীয় মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোগ মন্ত্রকের অধিনে থাকা খাদি এবং গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন। বিনয় কুমার সাক্সেনা ২০১৫ সাল থেকে KVIC-এর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত রয়েছেন।

কানপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা। এরপর কর্পোরেটের সঙ্গে এনজিও সেক্টরেও দীর্ঘদিন কাজ করেছেন। গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সর্দার সরোবর প্রকল্পে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এছাড়াও একাধিক সরকারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন বিনয় কুমার সাক্সেনা।

English summary
Vinay Kumar saxena to be new lieutenant governor of Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X