For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী চাই! ৩৭০ ও ৩৫-এ ধারা বিতর্কে তীব্র হুঁশিয়ারি ওমরের

মেহবুবা মুফতির পর আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও একই সুর তুললেন কাশ্মীর নিয়ে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা আবার এক ধাপ এগিয়ে জম্মু-কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রীর দাবি করে বসলেন

Google Oneindia Bengali News

মেহবুবা মুফতির পর আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও একই সুর তুললেন কাশ্মীর নিয়ে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা আবার এক ধাপ এগিয়ে জম্মু-কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রীর দাবি করে বসলেন। ৩৭০ ও ৩৫এ ধারা বিতর্কে ফের কাঠগড়ায় তুললেন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে।

জম্মু-কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী চাই! ৩৭০ ও ৩৫এ ধারা বিতর্কে তীব্র হুঁশিয়ারি ওমরের

বিজেপি সরকার ও বিজেপি দলের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের দাবিকে তিনি সটান প্যাভিলিয়নে ফেলে দিলেন স্ট্রেট ব্যাটে। তাঁর দাবি, জম্মু-কাশ্মীরের জন্য যদি স্পেশাল স্ট্যাটাসই থাকবে না, তাহলে ভারতে থেকে লাভ কী! জম্মু-কাশ্মীরের জন্য তাই পৃথক প্রধানমন্ত্রী চাই।

এই দাবিতে ওমর আবদুল্লা বুঝিয়ে দিলেন ভারত ছেতে বিচ্ছিন্ন হয়ে পৃথক রাষ্ট্র চান তাঁরা। যদি ৩৭০ ধারা ও ৩৫এ ধারা বাতিল করা হয় জম্মু-কাশ্মীরবাসী স্ব-শাসন দাবি করবেই। অরুণ জেটলি কিছুদিন আগে এক বিবৃতিতে বলেছিলেন ৩৫-এ ধারা সংবিধানে যুক্ত করা ঐতিহাসিক ভুল। এখন এই ধারাকে অসাংবিধানিক দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
ওমর আবদুল্লা বলেন, মোদীজিও ২০২০ সালের মধ্যে ৩৫এ ধারাকে সংবিধান থেকে মুছে ফেলার পক্ষে সওয়াল করেছিলেন।

তারপর অরুণ জেটলি থেকে শুরু করে মন্ত্রিসভার একাধিক সদস্য সেই দাবিকে মান্যতা দেন। কিন্তু ৩৫এ ধারা বাতিল করার অর্থ ৩৭০ ধারাও বাতিল হবে কার্যত। তবু জম্মু-কাশ্মীর অন্য রাজ্যের মতো নয়। যদিও অন্য রাজ্যের মতো কোন শর্ত ছাড়াই ভারতের একটি অংশ নয় জম্মু-কাশ্মীর।

[আরও পড়ুন: একইদিনে উত্তরবঙ্গে সভা মোদী-মমতার, লোকসভার যুদ্ধে যুযুধান দুই পক্ষ সম্মুখসমরে][আরও পড়ুন: একইদিনে উত্তরবঙ্গে সভা মোদী-মমতার, লোকসভার যুদ্ধে যুযুধান দুই পক্ষ সম্মুখসমরে]

আবদুল্লাহ আরও বলেন, যে ১৯৪৯ সালে জম্মু ও কাশ্মীরে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের পাশাপাশি বিশেষ মর্যাদা দানের বিষয়টিও মান্যতা পেয়েছিল। কিন্তু এই শর্তের যদি অবমাননা হয়, তবে অবশ্যই এ ব্যাপারে আওয়াজ উঠবে। 'শর্ত' ভঙ্গ কররা জন্য কেন্দ্রীয় সরকারকে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে চরম বার্তায় ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। তিনি বলেন, কেন মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আপনাদের সঙ্গে থাকবে? সরকার যদি ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়, তাহলেই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।

[আরও পড়ুন: সীমান্তে অনিচ্ছাকৃত গুলিবর্ষণ পাকিস্তানের, প্রাণ গেল ৬ বছরের শিশুর ][আরও পড়ুন: সীমান্তে অনিচ্ছাকৃত গুলিবর্ষণ পাকিস্তানের, প্রাণ গেল ৬ বছরের শিশুর ]

English summary
Ex CM Omar Abdullah demand different Prime Minister for Jammu and Kashmir. He also gives message of detach from India if 370 section is withdrawn
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X