suvendu adhikari omar abdullah tmc mamata banerjee west bengal assembly election 2021 শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ politics
মমতার পক্ষে থেকেই কি শুভেন্দুকে একহাত নিলেন ওমর, বিজেপি প্রার্থীর 'কাশ্মীর' মন্তব্যের পাল্টা টুইট আবদুল্লাহর
তেজস্বী নবান্নে এসে জানিয়ে গিয়েছিলেন তৃণমূলকে লালুপ্রসাদের দল আরজেডির সমর্থন বার্তা। অখিলেশ চিঠিতে দিয়েছেনই, পাশাপাশি সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর দল বাংলার মাটিতে বিজেপিকে রুখতে মমতার পাশে থাকবে। শিবসেনার তরফেও মারাঠাভূম থেকে এসেছে একই বার্তা। এরপর ওমর আবদুল্লাহ কার্যত মমতার পাশে দাঁড়িয়ে শুভেন্দুকে একহাত নিলেন।

শুভেন্দুর কোন বক্তব্যের জবাব?
গতকাল বেহালায় এক সভায় শুভেন্দু অধিকারী কার্যত মমতা শিবিরের বিরুদ্ধে পারদ চড়ান। তিনি সেখানে বলেছেন , বাংলায় যদি তৃণমূল জেতে তাহলে বাংলা কাশ্মীর হয়ে যাবে। রাতারাতি শুভেন্দুর এই বক্তব্য জাতীয় মিডিয়া র খবর হয়ে যায়। এরপরই এক সংবাদ এজেন্সির ছবি পোস্ট করে কাশ্মীর থেকে আক্রমণ শানান ওমর আবদুল্লাহ।

ওমর আবদুল্লাহর খোঁচা
'কিন্তু আপনাদের মতো বিজেপি ওয়ালাদের কথা অনুযায়ী কাশ্মীর তো ২০১৯ সালের অগাস্ট মাসের পর স্বর্গ হয়ে গিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হলে সমস্য়া কোথায়?' টুইটে অমনই বক্তব্য রেখে এদিন পারদ চড়ান ওমর আবদুল্লাহ।

পারদ চড়ান ওমর
এরপরই তিনি লেখেন,'যাই হোক, বাঙালিরা কাশ্মীর ভালোবাসেন। আর আমাদের এখানে আসুন আপনারা বহু সংখ্যায়। তাহলে আপনার স্টুপিড , টেস্টলেস কমেন্টকে আমরা ক্ষমা করব।' প্রসঙ্গত, শুভেন্দু এই মুহূর্তে মমতার প্রধান প্রতিপক্ষ নন্দীগ্রামের লড়াইয়ে। আর তাঁকেই একহাত নিয়ে এদিন ওমর বুঝিয়ে দিয়েছেন তাঁর দাঁড়িপাল্লা কোনদিকে ভারী।

মমতা বনাম শুভেন্দু ও ভিন রাজ্যের দল
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ইতিমধ্যেই ভিন রাজ্যের একাধিক নেতারা মুখ খুলেছেন। বিহারের তেজস্বী, উত্তরপ্রদেশের অখিলেশ, মহারাষ্ট্রের শিবসেনা যে মমতার পাশে রয়েছে, তা জানা গিয়েছে। আর এদিন বাংলরা বুকে মমতার প্রধান প্রতিপক্ষকে একহাত নিয়ে কার্যত দিদির প্রতি নিজের বক্তব্যকে জোরালো করলেন ওমর। যা বাংলার রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ।