For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবা ফারুক আবদুল্লার পর এবার করোনায় কাবু হলেন ছেলে ওমর আবদুল্লাহ

করোনায় কাবু হলেন ছেলে ওমর আবদুল্লাহ

Google Oneindia Bengali News

এবার করোনায় আক্রান্ত হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তিনি বাড়িতেই আইসোলেট হয়ে রয়েছেন এবং তাঁর কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এরপরই ছেলে ওমরের করোনা ধরা পড়ল।

করোনা পজিটিভ ওমর আবদুল্লাহ

করোনা পজিটিভ ওমর আবদুল্লাহ

ওমর টুইটে তাঁর স্বাস্থ্যের কথা জানিয়ে বলেছেন, '‌একবছর ধরে আমায় যাতে এই ভাইরাস না ধরে তার জন্য খুব সজাগ থেকেছি কিন্তু অবশেষে এই ভাইরাস আমায় ধরেই ফেলল। শুক্রবার দুপুরে আমার কোভিড পজিটিভ ধরা পড়ে। আমি সম্পূর্ণভাবে উপসর্গহীন। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি বাড়িতেই আইসোলেটে রয়েছি এবং অক্সিজেন লেভেল পরীক্ষা সহ নিজের ওপর নজরদারি করছি।'‌

 আট জেলায় নৈশ কার্ফু

আট জেলায় নৈশ কার্ফু

জম্মু-কাশ্মীরে করোনা কেস বৃদ্ধির জেরে লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা বৃহস্পতিবার আট জেলার শহরে নৈশ কার্ফু জারি করার নির্দেশ দিয়েছে। জম্মু ও শ্রীনগরেও এই কার্ফু কার্যকর হবে। শুক্রবার থেকে নৈশ কার্ফু শুরু হবে বলে জানিয়েছেন গর্ভনর। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। এই আটটি জেলা হল জম্মু, উধামপুর, কাঠুয়া, শ্রীনগর, বারামুল্লা, বদগাম, অনন্তনাগ ও কুপওয়ারা।

 ফারুক আবদুল্লা আক্রান্ত হন

ফারুক আবদুল্লা আক্রান্ত হন

প্রসঙ্গত, গত ৩০ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন ফারুক আবদুল্লা। প্রবীণ নেতার বয়স ৭০-র বেশি। তাই তাঁকে নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিলেন চিকিৎসকরা। করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে বাড়িতেই রাখা হয়েছিল আইসোলেশনে। কিন্তু পরে তাঁর অবস্থা একটু খারাপ হতে শুরু করলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তিনি সুস্থ রয়েছেন।

ভারতে করোনা পরিস্থিতি

ভারতে করোনা পরিস্থিতি

দেশে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের পথে এগোচ্ছে। মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্নাটক সহ বেশ কিছু রাজ্যের অবস্থা বেশ উদ্বেগজনক। দৈনিক সংক্রমণ ক্রমেই বাড়ছে এবং দেশে দ্বিতীয় করোনা ওয়েভ শুরু হয়ে গিয়েছে। তবে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচি জোরকদমে চলছে। ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের টিকাকরণ ড্রাইভ শুরু হয়ে গিয়েছে দেশে।

হাওড়ার ৯টি আসনে ভাগ্য নির্ধারণ ৯৩ জন প্রার্থীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে ৫০০০ রাজ্য পুলিশহাওড়ার ৯টি আসনে ভাগ্য নির্ধারণ ৯৩ জন প্রার্থীর, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে ৫০০০ রাজ্য পুলিশ

English summary
Former Chief Minister of Jammu and Kashmir Omar Abdullah is infected with the coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X