For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একইদিনে উত্তরবঙ্গে সভা মোদী-মমতার, লোকসভার যুদ্ধে যুযুধান দুই পক্ষ সম্মুখসমরে

একইদিনে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লোকসভা ভোটের প্রচারে সম্মুখ সমরে মোদী বনাম মমতা।

Google Oneindia Bengali News

একইদিনে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লোকসভা ভোটের প্রচারে সম্মুখ সমরে মোদী বনাম মমতা। ৩ এপ্রিল দলীয় প্রার্থীর সমর্থনে শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদী। আর ওইদিনই বিকেলে কোচবিহারের দিনহাটায় পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একইদিনে উত্তরবঙ্গে সভা মোদী-মমতার, লোকসভার যুদ্ধে যুযুধান দুই পক্ষ সম্মুখসমরে

ওইদিন নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা করার কথা রাজ্যের দু-জায়গায়। শিলিগুড়ির পর কলকাতার ব্রিগেডে সভা করবেন মোদী। আর তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সভা করবেন মমতা। কোচবিহারের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার অভিযানে নামছেন তিনি। আগে ঠিক ছিল, ৪ এপ্রিল তৃণমূল সুপ্রিমো সভা করবেন দিনহাটায়।

সোমবার সেই সিদ্ধান্তের বদল হয়। ঠিক হয়, ৩ এপ্রিল মমতা সভা করবেন দিনহাটায়। পরের দিন অর্থাৎর ৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভা মাথাভাঙায়। সেখান থেকেই তিনি অসমে যাবেন নির্বাচনী প্রচারে। অসমের ধুবড়িতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অসমেও লড়াই করছে।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভায় উত্তরপ্রদেশে কার দখলে কটি আসন, সমীক্ষার ফলে স্পষ্ট হল আভাস ][আরও পড়ুন: ২০১৯ লোকসভায় উত্তরপ্রদেশে কার দখলে কটি আসন, সমীক্ষার ফলে স্পষ্ট হল আভাস ]

মমতা বন্দ্যোপাধ্যায় ৩ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সভা করবেন উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে। প্রশ্ন উঠেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত বদল করে মোদীর সভার দিনই প্রচার শুরু করতে চাইছেন উত্তরবঙ্গে? রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যে মোদী সভা করছেন মমতার আগেই, তা নিয়ে যাতে ভুল বার্তা না যায় ভোটারদের কাছে, তাই এই সিদ্ধান্ত।

[আরও পড়ুন: কোন অপরাধে হিন্দুরা কংগ্রেসকে শাস্তি দেবেন - বিকাশের বুলি ছেড়ে চেনা ছকে ফিরলেন মোদী][আরও পড়ুন: কোন অপরাধে হিন্দুরা কংগ্রেসকে শাস্তি দেবেন - বিকাশের বুলি ছেড়ে চেনা ছকে ফিরলেন মোদী]

[আরও পড়ুন: নতুন দল গড়লেন তেজ প্রতাপ, লালুপ্রসাদের দুই ছেলে ভোট ময়দানে সম্মুখ সমরে][আরও পড়ুন: নতুন দল গড়লেন তেজ প্রতাপ, লালুপ্রসাদের দুই ছেলে ভোট ময়দানে সম্মুখ সমরে]

English summary
Modi and Mamata are in campaign war in North Bengal in same day. Modi is coming on 3 rd April and Mamata will also campaign on that day,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X