For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের পর মোদী সরকারকে যে ভাবে সাহায্য করেছিল বায়ুসেনা, বললেন বিএস ধানোয়া

২০১৬ সালে কেন্দ্রীয় সরকার নোট বাতিলে র ঘোষণা করার পর সরকারকে বিশাল সাহায্য করে ছিল বায়ুসেনা।

Google Oneindia Bengali News

২০১৬ সালে কেন্দ্রীয় সরকার নোট বাতিলে র ঘোষণা করার পর সরকারকে বিশাল সাহায্য করে ছিল বায়ুসেনা। সেই বিষয়ে বলতে গিয়ে শনিবার প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া জানান, সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে নতুন নোট পৌঁছে দিয়ে বায়ুসেনা অগ্রণী ভূমিকা নিয়েছিল। ৬২৬ টন ওজনের নতুন নোট দেশের বিভিন্ন প্রান্তে বায়ুসেনা পৌঁছে দিয়েছিল বলে জানান তিনি।

আইআইটি বম্বের টেকফেস্ট বিএস ধানোয়া

আইআইটি বম্বের টেকফেস্ট বিএস ধানোয়া

আইআইটি বম্বেতে অনুষ্ঠিত টেকফেস্ট বক্তব্য রাখতে গিয়ে বিএস ধানোয়া বলেন, 'যখন নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমরা নতুন নোট নিয়ে এসে আপনাদের কাছে পৌঁছে দেই। আনুমানিক ভাবে এক কোটি টাকা মূল্যের নোটের ওজন হত ২০ কিলোগ্রাম। সেই হিসাবে অবশ্য আমরা কত কোটি টাকা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়েছি তার সঠিক পরিমাণ ঠাওর করা আমার পক্ষে খুব কঠিন।'

রাফাল নিয়ে ধানোয়ার বক্তব্য

রাফাল নিয়ে ধানোয়ার বক্তব্য

অনুষ্ঠানে প্রাক্তন বায়ুসেনা প্রধান রাফাল বিতর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, 'অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিমানকে গুলি করে নামিয়েছিল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধ বিমান। সেই সময় অভিনন্দন বর্তমান রাফাল যুদ্ধবিমান চালালে পরিস্থিতিটা অন্যরকম হত।' তবে বিতর্কে ধামাচাপা দিতে তিনি বলেন, 'রাজীব গান্ধীর সময় বোফোর্স নিয়ে বিতর্ক হয়েছিল। যদিও সেই বন্দুকগুলি ভালো ছিল।'

২০১৯-এ প্রথম রাফাল হাতে পায় ভারত

২০১৯-এ প্রথম রাফাল হাতে পায় ভারত

২০১৯ সালের অক্টোবরেই রাফাল বিমান একটি লট এসে পৌঁছেছে ভারতে। তাতে খুশি বায়ুসেনা। কারণ এতদিন যে যুদ্ধ বিমান বায়ুসেনা চালাত সেগুলি পুরনো ধাঁচের। বিশ্বের কোনও দেশই আর সেই যুদ্ধ বিমান চালায় না বলে দাবি করা হয়েছিল। এরপর একের পর এক দুর্ঘটনার শিকার হয়েছে মিগ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বায়ুসেনা পাইলটরাও।

নানকানা সাহেবের উত্তজেনার ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে খুন শিখ যুবক! চরম চাঞ্চল্য নানকানা সাহেবের উত্তজেনার ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে খুন শিখ যুবক! চরম চাঞ্চল্য

English summary
IAF transported 625 tonnes of new notes during demonitisation said bs dhanoa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X