For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদার টাকা ভোটের প্রচারে খরচ করছে তৃণমূল, দাবি সূর্যকান্তের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সিপিএম
সিউড়ি, ১৩ এপ্রিল: সারদা গোষ্ঠীতে টাকা রেখে যাঁরা সর্বস্বান্ত হয়েছিলেন, তাঁদের টাকাতেই তৃণমূল কংগ্রেসের নেতারা এখন হেলিকপ্টার চেপে ঘুরে বেড়াচ্ছেন। শনিবার বীরভূমের দুবরাজপুরে বামফ্রন্টের জনসভায় এ কথা বলেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।

তিনি স্পষ্ট বলেন, "সারদা কেলেঙ্কারির জেরে সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে। বুঝতে পারছেন নিশ্চয়, সেই টাকা কোথায় গিয়েছে। এই যে শাসক দলের নেতারা আকাশে হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই টাকা সাধারণ মানুষের লুঠ হওয়া টাকা। হেলিকপ্টার উড়ছে, ভোটের প্রচারে ওরা বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করছে, সব লুঠের টাকায়। এখন আপনাদের লুঠ হওয়া টাকার কিছু অংশ খরচ করছে। দেখবেন, আগামী পাঁচ বছরে তার চেয়ে বহু গুণ বেশি টাকা লুঠ করবে।" তিনি আরও বলেন, "রাজ্য সরকার প্রথমে বলেছিল, সারদা কেলেঙ্কারির জেরে সাধারণ মানুষের ১৭০০ কোটি টাকা মার গিয়েছে। পরে বলল, ২৫০০ কোটি টাকা। আমি বলছি, এর পাশে আরও একটা শূন্য বসবে।"

প্রসঙ্গত, সারদা গোষ্ঠীর থেকে সবচেয়ে বেশি সুবিধা তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছেন বলে এর আগেই জানিয়েছিলেন জেলবন্দি সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ। সম্প্রতি সারদা-কাণ্ডকে 'বৃহত্তর ষড়যন্ত্র' আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোপরি, আগামী বুধবার শীর্ষ আদালতে ফের উঠবে মামলাটি। এই পরিস্থিতিতে সূর্যকান্ত মিশ্রের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সূর্যবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেছেন, "যারা বাংলার বুকে তামাদি হয়ে গিয়েছে, তাদের মুখে এ সব মানায় না।" দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "প্যান কার্ড ছাড়া সিপিএম নেতাদের লক্ষ-লক্ষ টাকা ব্যাঙ্কে কীভাবে জমা হয়েছে এতদিন ধরে, আগে সেই রহস্য উনি খোলসা করুন। আসলে রাজনীতিতে জমি হারিয়ে ওঁরা মানসিক ভারসাম্য হারিয়েছেন। সিপিএম এখন একটা জনশক্তিহীন দল। সূর্যবাবুরা যে কুৎসা শুরু করেছেন, তার জবাব লোকসভা ভোটেই দেবেন বাংলার মানুষ।"

English summary
TMC leaders using money from Saradha Scam to win votes, alleges CPM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X