For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে সমর্থনের ইঙ্গিত দেওয়ায় সেই নেতাকে বহিষ্কার জয়ার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জয়া
চেন্নাই, ১৫ মে: জয়ললিতার নাম উল্লেখ করে গতকাল এআইএডিএমকে নেতা কে মলয়স্বামী বলেছিলেন, নরেন্দ্র মোদীকে সমর্থন করতে তাঁদের আপত্তি নেই। সেই 'অপরাধে' তাঁকে দল থেকে বের করে দিলেন জয়ললিতা। বললেন, এমন কোনও সিদ্ধান্ত দলে হয়নি। ভোটের পরই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল কে মলয়স্বামী বলেছিলেন,"নরেন্দ্র মোদী এবং জয়ললিতার রাজনীতিক আদর্শ আলাদা। কিন্তু উনি ম্যাডামের ভালো বন্ধু। উনি প্রধানমন্ত্রী হলে ম্যাডাম উষ্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।" সারা দিন এ নিয়ে জল্পনা-কল্পনা চলে। ফেডারেল ফ্রন্টে যোগ দিতে না নরেন্দ্র মোদীর সঙ্গে গাঁটছড়া বাঁধার এই খবরে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন এআইএডিএমকে সুপ্রিমো।

এর পরই মলয়স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ নেন তিনি। বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন। দলের তরফে জানানো হয়, মলয়স্বামী যা বলেছেন, সেটা ওঁর নিজস্ব কথা। জয়ললিতার নাম করে নিজের মতামত ব্যক্ত করেছেন। এর ফলে দলের 'ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত' হয়েছে। ফলে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হল।

আরও জানানো হয়েছে, নরেন্দ্র মোদীকে কখনওই সমর্থন করা হবে না, এটা এআইএডিএমকে-র নীতি নয়। আগে ভোটের ফল বেরোক, তা পর আলোচনা করে সিদ্ধান্ত নেবে দল। অর্থাৎ কোনও সর্বসম্মত সিদ্ধান্ত হওয়ার আগেই মলয়স্বামী 'বেফাঁস' মন্তব্য করে দেওয়ায় তাঁকে কোপে পড়তে হল। তা ছাড়া সংবাদমাধ্যমের সামনে এভাবে মুখ খোলাটা এআইএডিএমকে-তে ভালোভাবে দেখা হয় না। আগ বাড়িয়ে মন্তব্য করে তাই আম্মার বিরাগভাজন হয়েছেন বর্ষীয়ান নেতা মলয়স্বামী।

তবে বিজেডি কিন্তু এমন কিছু করেনি। গতকাল বিজেডি নেতা প্রভাত ত্রিপাঠীও বলেছিলেন নরেন্দ্র মোদীকে সমর্থনের কথা। তিনি জানিয়েছিলেন, "সারা দেশের মানুষের ইচ্ছা এবং ওডিশার স্বার্থের কথা মাথায় রেখে আমরা এনডিএ-কে শর্ত সাপেক্ষে সমর্থন দিতে তৈরি। বিনিময়ে ওডিশাকে বিশেষ রাজ্যে মর্যাদা দিতে হবে।"

English summary
Jayalalitha expels leader for indicating alliance with Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X