For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদীকে জয়ের জন্য লিখিত শুভেচ্ছাবার্তা পাঠালেন সোনিয়া

Google Oneindia Bengali News

সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদীকে জয়ের জন্য লিখিত শুভেচ্ছাবার্তা পাঠালেন সোনিয়া
নয়াদিল্লি, ২৩ মে : লোকসভা ফল ঘোষণার দিন চারেকের মাথায় চিঠি লিখে নরেন্দ্র মোদীকে জয়ের জন্য অভিনন্দন জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার নরেন্দ্র মোদী এনডিএ ২-এর প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তার আগেই সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদীকে ওই সৌজন্য বার্তা পাঠাতে চেয়েছিলেন বলে কংগ্রেস দলীয় সূত্রের খবর।

সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবারই বিজেপি নেতাকে চিঠি লেখেন সোনিয়া। নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। বিজেপি ২৮২টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ৩৩৬টি আসন। এদিকে কংগ্রেস তার সর্বকালের কুৎসিত ফল করেছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে মাত্র ৪৪টি আসন।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের এই খারাপ ফলের জন্য দায় স্বীকার করে নিয়েছেন মা-ছেল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দল সহসভাপতি রাহুল গান্ধী। হারের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন মা ও ছেলে। কিন্তু সিডব্লুসির বৈঠকে রাহুল-সোনিয়ার এই সিদ্ধান্ত মানা হয়নি। যদিও সোনিয়া গান্ধী নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরি এবং সংস্কৃতি মন্ত্রক থেকে পদত্যাগ করেছেন।

এদিকে মোদী হাওয়ায় পাল তুলে বিজেপির এই অসাধারণ পারফরম্যান্সের পরও কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে কংগ্রেস সহ সভাপতি রা হুল গান্ধী নরেন্দ্র মোদীকে তাঁর জয়ের জন্য অভিনন্দন না জানানোর তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু।

ভেঙ্কাইয়া নাইডু বলেন, আমেরিকার রাষ্ট্রপতি, ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ,শ্রীলঙ্কা-সহ সারা বিশ্বের বহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেও কংগ্রেস সভানেত্রী এবং সহ সভাপতি সেই সৌজন্যটুকুও দেখাননি।

লোকসভা নির্বাচনে হারের পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে এসে ১৬ মে সোনিয়া গান্ধী 'নতুন সরকারকে' অভিনন্দন জানালেও নরেন্দ্র মোদীর নাম নেননি। সোমবার ভেঙ্কাইয়া নাইডুর সমালোচনার পর মঙ্গলবারই নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী।

English summary
Venkaiah Naidu had criticised Sonia and Rahul Gandhi on Monday for not congratulating Mr Modi. After facing that criticism Sonia Gandhi Writes to Narendra Modi Congratulating Him for Victory in election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X