For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মৃতিচারণ : ১ বছর আগে এই দিনেই মোদী ঝড়ে ভারত হয়েছিল গেরুয়া!

Google Oneindia Bengali News

বেঙালুরু, ১৬ মে : ঐতিহাসিকা লোকসভা নির্বাচন ২০১৪-র প্রথম বর্ষপূর্তি আজ। ১৯৮৪ সালে চারশোরও বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছিলেন রাজীব গান্ধী তথা কংগ্রেস। তার পর এই প্রথম কোনও দল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দেশে সরকার স্থাপন করেছিল।[গেরুয়া-ঝড়ে সাফ কংগ্রেস, ইতিহাস রচনা করলেন নরেন্দ্র মোদী]

নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি পেয়েছিল ২৮২টি আসন। যেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দখল করেছিল ৩৩৪ টি আসন। ['মোদী ঝড় বকওয়াশ'! খুব তো চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, এবার কথা রাখার পালা]

স্মৃতিচারণ : ১ বছর আগে এই দিনেই মোদী ঝড়ে ভারত হয়েছিল গেরুয়া!

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকলেও মাত্র ৪৪ টি আসন পেয়ে নির্বাচনে কুৎসিতভাবে বিরোধি শক্তির কাছে পর্যুদস্ত হয়েছিল তখন ক্ষমতায় থাকা কংগ্রেস। ১৯৯৯ সালের পর ওই এটাই ছিল তাদের সবচেয়ে জঘন্য হার। ১৯৯ সালে তবুও ১১৪টি আসন পেয়েছিল এই কংগ্রেস, কিন্তু ২০১৪ সালে তা কমে দাঁড়ায় মাত্র ৪৪। ['মোদী রোকো' ফক্কা! বানপ্রস্থে বরং অকথ্য শব্দকোষ ঘাঁটুক কংগ্রেস]

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটেক দখলে এসেছিল মাত্র ৫৯টি আসন। যা ২০০৯ সালের লোকসভা আসনের থেকে ২০০-র কম। [ লোকসভা ভোটের ফলাফল নিয়ে ইউপিএ-র প্রতিক্রিয়া]

তামিলনাডুতে এআইএডিএমকে ৩৭ টি আসন জিতেছিল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জিতেছিল ৩৪ টি আসন।[দিল্লিতে মোদী, বাংলায় দিদি, নির্বাচন ফলাফলের বিভিন্ন মুহূর্ত ছবিতে]

ভোটভাগের নিরিখে বিজেপি ৩১.১৩ শতাংশ ভোট নিজেদের ঝুলিতে পুরেছিল। সেখানে কংগ্রেসের ক্ষেত্রে এই শতকরা হারের পরিমান মাত্র ১৯.৫ শতাংশ।

যে যে রাজ্যগুলিতে মোদী সুনামি দেখা দিয়েছিল সেগুলি হল

  • উত্তরপ্রদেশ - ৮০টির মধ্যে ৭৩টি আসন জিতেছিল এনডিএ
  • বিহার - ৪০ টির মধ্যে ৩১টি আসন জিতেছিল বিহার
  • ছত্তিশগড় - ১১ টির মধ্যে ১০টি আসন জিতেছিল বিজেপি
  • গোয়া - ২ টি আসনেই জয় পেয়েছিল বিজেপি
  • গুজরাত - ২৬টি আসনের সহকটিই জিতেছিল বিজেপি
  • হরিয়ানা - ১০ টির মধ্যে ৭ টি আসনই জিতেছিল বিজেপি
  • ঝাড়খণ্ড - ১৪টির মধ্যে ১২ টি আসন জিতেছিল বিজেপি
  • হিমাচল প্রদেশ - ৪ টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি
  • মধ্যপ্রদেশ - ২৯ টি আসনের মধ্যে ২৭টি আসনে জিতেছিল বিজেপি
  • মহারাষ্ট্র - ৪৮টি আসনের মধ্যে ৪২টি আসনে জয়ী হয়েছিল এনডিএ
  • রাজস্থান - ২৫টি আসনেই জয়ী হয়েথিল বিজেপি
  • দিল্লি - ৭ টি আসনের সবকটিতেই জিতেছিল বিজেপি
  • উত্তরাখণ্ড - ৫টি আসনের সবকটিতেই জিতেছিল বিজেপি
  • ৫ কেন্দ্রশাসিত অঞ্চলের ৫টি আসনেই জিতেছিল বিজেপি
English summary
Flashback: 1 year since Narendra Modi swept India with a saffron brush
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X