For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ফিরেই রাজকীয় অভ্যর্থনা পেলেন টোকিওতে রুপোজয়ী চানু, 'ভারত মাতা কি জয়' স্লোগানে বরণ

Google Oneindia Bengali News

'ভারত মাতা কি জয়' স্লোগানের মাধ্যমে দিল্লি বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হল টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুকে। বিমানবন্দরেই তাঁকে অভ্যর্থনা জানিয়ে সংবর্ধিত করা হয় সাইয়ের তরফে। দিল্লির বিমানবন্দরে নেমেই চানু টুইট করে লেখেন, এতো ভালোবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ।

দেশে ফিরেই রাজকীয় অভ্যর্থনা পেলেন টোকিওতে রুপোজয়ী চানু

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমীরাও। ফেস শিল্ড ও মাস্ক পরিহিত অবস্থায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন চানু। টোকিও অলিম্পিকে তিনি ইতিহাস গড়ে ভারোত্তোলনে রুপো জিতেছেন। চিনের সোনাজয়ীর ডোপ পরীক্ষা হবে। তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হলে এই সোনাটি চানুর পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ন্যাচে ৮৭ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি, সবমিলিয়ে মোট ২০২ ভার তুলে অলিম্পিকে চানু রুপো জেতেন। তাঁকে এদিনই সংবর্ধনা দেবেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

চানু অলিম্পিকে রুপো জেতেন মহিলাদের ৪৯ কেজি বিভাগে। এর আগে ২০০০ সালের সিডনি অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। রিও অলিম্পিকের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে নয়া নজির গড়েছেন মণিপুরের চানু, যিনি নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাঈ চানু কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। টোকিও অলিম্পিকের আগে তিনি প্রস্তুতি নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

English summary
Tokyo Olympics Silver Medalist Weightlifter Mirabai Chanu Greeted With Chants Of Bharat Mata Ki Jai In Delhi. Chanu Was Felicitated By Officials Of The SAI At Airport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X