For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের অ্যাথলিটদেরও সম্মান করুন', জ্যাভলিন বিতর্কে নীরজের প্রতিবাদের পাশে বজরং

'পাকিস্তানি হলেও অ্যাথলিটদের সম্মান করুন', জ্যাভলিন বিতর্কে নীরজের প্রতিবাদের পাশে বজরং

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনাজয়ী নীরজ চোপড়ার বর্শা নেওয়া নিয়ে ভারতীয় নেটিজেনদের সমালোচনার স্বীকার হতে হয়েছিল আরশাদ নাদিমকে। পাকিস্তানের অ্যাথলিটের বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ আনা হলে এ ব্যাপারে মুখ খুলেছিলেন নীরজ নিজে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধের আবেদন জানানোর পাশাপাশি প্রত্যেককে সতর্কও করেছিলেন। এবার এই ইস্যুতে সরব হলেন টোকিও অলিম্পিকের কুস্তিতে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া। কী বললেন তিনি।

কী বললেন বজরং

কী বললেন বজরং

আরশাদ নাদিম বিতর্কে নীরজ চোপড়ার প্রতিবাদের শরিক হয়েছেন বজরং পুনিয়া। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগীরের আবেদন, দেশ-সীমানার বেড়াজাল ভেঙে অ্যাথলিটদের সম্মান করতে শিখুন। বজরংয়ের কথায়, পাকিস্তানি হওয়ার পাশাপাশি আরশাদ একজন ক্রীড়াবিদ এবং অলিম্পিকে নিজের দেশের এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অন্তত সে নিরিখে নাদিমের সম্মান প্রাপ্য বলে মনে করেন ভারতীয় কুস্তিগীর। কেবল পাকিস্তানের নাগরিক বলেই যে কাউকে আক্রমণ করার অভ্যাস পরিত্যাগ করার আবেদনও জানিয়েছেন বজরং।

আরশাদের বিরুদ্ধে অভিযোগ

আরশাদের বিরুদ্ধে অভিযোগ

টোকিও অলিম্পিকের ফাইনালে নিজের প্রথম থ্রোয়ের আগে ছোটাছুটি করা নীরজ চোপড়ার ভিডিও কোটি কোটি বার দর্শিত হয়েছে। যে ভিডিওর এক মুহুর্তে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে পাকিস্তানের প্রতিযোগী আরশাদ নাদিমের হাত থেকে জ্যাভলিন নিতে দেখা যায়। দেরিতে হলেও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়। নেটিজেনদের একাংশ দাবি তোলে, ভারতীয় অ্যাথলিটের ছন্দ কেটে দেওয়ার জন্যই তাঁর জ্যাভলিন সরিয়ে রাখার চেষ্টা করেছিলেন আরশাদ নাদিম। কেন এমন করলেন পাকিস্তানি অ্যাথলিট, এর পিছনে কি তাঁর কোনও চক্রান্ত ছিল সংক্রান্ত প্রশ্ন ঘুরপাক খায় নেট দুনিয়া। অনেকে আবার নাদিমের বিরুদ্ধে সরাসরি জ্যাভলিন চুরির অভিযোগও আনেন।

উত্তর দিলেন নীরজ

উত্তর দিলেন নীরজ

সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আরশাদ নাদিমের নাম জুড়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনা অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়েছিলেন নীরজ চোপড়া। বলেছিলেন, সেদিন অনুশীলনের জন্য তাঁর কাছ থেকে জ্যাভলিন নিয়ে নাদিম কোনও ভুল বা অন্যায় করেননি। নীরজের কথায়, ক্রীড়া ঐক্য, সম্প্রীতি ও ভাইচারার আবহ তৈরি করে। সেই পরিবেশ রক্ষা করা মানুষের কর্তব্য বলেও জানিয়েছিলেন নীরজ। সম্প্রতি এক সাংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘটনার উল্লেখ করেন। জানান যে তিনি কীভাবে নাদিমকে 'ভাই' সম্বোধন করে তাঁর কাছ থেকে নিজের জ্যাভলিনটি চেয়ে নিয়েছিলেন। তা নিয়ে যে এতবড় বিতর্ক হয়ে যাবে, তা তিনি আন্দাজ করতে পারেননি বলে জানিয়েছেন নীরজ।

নীরজের ইতিহাস

নীরজের ইতিহাস

টোকিও অলিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালের দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব বর্শা নিক্ষেপ করেছিলেন নীরজ চোপড়া। তাতেই ওই ইভেন্ট থেকে সোনা নিশ্চিত হয়েছিল ভারতীয় অ্যাথলিটের। টোকিও অলিম্পিকের ওই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম হয়েছিলেন নীরজ। ওই রাউন্ডে ৮৬.৬৫ দূরত্বে বর্শা ছুঁড়েছিলেন ভারতের গর্ব। ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জেতা অ্যাথলিটের পরবর্তী লক্ষ্য ৯০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে সোনা জিততে চান অলিম্পিকের অ্যাথলেটিক্সে দেশের হয়ে প্রথমবার প্রথম হওয়া নীরজ।

English summary
Bajrang Punia stands beside Neeraj Chopra on Arshad Nadeem's javelin row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X