For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হকি তারকাদের নামে ১০ স্কুলের নাম রাখল অমরিন্দরের পাঞ্জাব সরকার

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের হকিতে ৪১ বছরের পদকের খরা মিটিয়েছে মনপ্রীত সিংয়ের ভারত। এবার সেই কীর্তিকেই কুর্নিশ জানিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ পাঞ্জাব সরকারের। ব্রোঞ্জজয়ী হকি দলের তারকাদের নামে এবার দশটি স্কুলের নামকরণ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সম্মতি দিতেই তা ঘোষণা করলেন পাঞ্জাবের স্কুল শিক্ষামন্ত্রী বিজয় ইন্দর সিংলা।

দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত

দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত

টোকিও অলিম্পিকে ভারত সবচেয়ে বেশি পদক জেতার পর থেকে বিভিন্ন ক্রীড়াবিদ ও কোচেরা বলছেন, বিদ্যালয়স্তর থেকে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হলে ভবিষ্যতে আরও সাফল্য আসবে। পড়ুয়ারা ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আকৃষ্ট হতে পারবে। অলিম্পিকে বিভিন্ন দেশ যারা প্রচুর পদক জেতে সেইসব দেশেও এমনটাই হয়। ফলে নিঃসন্দেহে টোকিও অলিম্পিকের সাফল্য সবকিছু নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করছে। এই পরিস্থিতিতে পাঞ্জাব সরকারের সিদ্ধান্ত নিঃসন্দেহে দৃষ্টান্ত। পদকজয়ী অলিম্পিয়ানদের নামে স্কুল গর্বিত করবে শিক্ষক থেকে পড়ুয়া সকলকেই।

অলিম্পিয়ান পদকজয়ীদের নামাঙ্কিত স্কুল

অলিম্পিয়ান পদকজয়ীদের নামাঙ্কিত স্কুল

সিংলা এদিন জানিয়েছেন, প্রতিটি স্কুলের নামের প্রথমে থাকবে অলিম্পিয়ান শব্দটি। তারপর সংশ্লিষ্ট অলিম্পিয়ানের নাম। যেমন- ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংয়ের নামাঙ্কিত হতে চলেছে জলন্ধরের মিঠাপুর গভর্নমেন্ট সিনিয়র সেকন্ডারি স্কুলটি, নতুন নাম হবে অলিম্পিয়ান মনপ্রীত সিং জিএসএস স্কুল, মিঠাপুর। টোকিও অলিম্পিকে ভারতের সহ অধিনায়ক হরমনপ্রীত সিং সবচেয়ে বেশি ছটি গোল করেছিলেন। তাঁর নামাঙ্কিত হচ্ছে অমৃতসরের টিম্মোয়াল জিএসএস স্কুল। জলন্ধরের মিঠাপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম রাখা হচ্ছে মনদীপ সিংয়ের নামে। আট্টারির গভর্নমেন্ট সিনিয়র সেকন্ডারি স্কুলটি শামশের সিংয়ের নামেই পরিচিত হবে। ফরিদকোটের গভর্নমেন্ট মিডল (বেসিক গার্লস) স্কুলের নামকরণ হচ্ছে রুপিন্দরপাল সিংয়ের নামে। অলিম্পিয়ান হার্দিক সিং ও গুর্জন্ত সিংয়ের নামে পরিচিত হবে যথাক্রমে জলন্ধরের খুসরোপুর ও অমৃতসরের খালাইহারার প্রাইমারি স্কুল। গুরদাসপুরের স্কুলের নতুন নাম হচ্ছে অলিম্পিয়ান সিমরণজিৎ সিং গভর্নমেন্ট হাই স্কুল চাহাল কালান।

বদলাবে রাস্তার নামও

বদলাবে রাস্তার নামও

অমৃতসরের বুটালার জিএসএস স্কুলটি অলিম্পিয়ান দিলপ্রীত সিংয়ের নামে রাখা হচ্ছে। কাপুরথালার আরসিএফ জিএসএস স্কুলের নামটি রাখা হচ্ছে রিজার্ভ গোলকিপার কৃষ্ণান বি-র নামে, এই স্কুলটির নতুন নাম হবে অলিম্পিয়ান বি পাঠক জিএসএসএস স্কুল হুসেইনপুর, আরসিএফ, কাপুরথালা। এখানেই শেষ নয়। সিংলা আবার সরকারের পূর্ত দফতরের দায়িত্বেও রয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট পদকজয়ীদের বাড়ি বা গ্রামে যাওয়ার রাস্তার নামগুলিও অলিম্পিক পদকজয়ীদের নামে রাখা হবে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে পাঞ্জাবের অবদানের কথা উল্লেখ করে সিংলা আরও বলেন, হরিয়ানার পর পাঞ্জাব থেকেই সবচেয়ে বেশি ২০ জন ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। সরকারের এই পদক্ষেপ অনুপ্রাণিত করবে ছাত্র-যুবদেরও। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলেও আশাবাদী পাঞ্জাবের স্কুল শিক্ষামন্ত্রী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Punjab Names 10 Government Schools After Olympic Medalist Hockey Team Players. Punjab School Education Minister Vijay Inder Singla Says On This Regard Chief Minister Amarinder Singh Has Given Approval.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X