For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Neeraj Chopra: টোকিও অলিম্পিকের সোনার ছেলে নীরজ চোপড়া কলকাতায় আসছেন আগামী সপ্তাহেই

  • |
Google Oneindia Bengali News

মায়ের চিকিৎসার জন্য সম্প্রতি নিঃশব্দেই কলকাতা ঘুরে গিয়েছেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী বক্সার লাভলিনা বরগোঁহাই। একটি বেসরকারি হাসপাতালে তিনি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। তবে এবার সোনার ছেলের অপেক্ষায় প্রহর গুনছে কলকাতা। তাহাদের কথা নামক একটি অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী।

নীরজ চোপড়া কলকাতায় আসছেন আগামী সপ্তাহেই

কলকাতায় পেলে, মারাদোনা, ভালদেরামাদের যিনি হাজির করেছিলেন সেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত উদ্যোগ নিয়েছেন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে ঐতিহাসিক সোনাজয়ীকে শহরে আনার। এর আগেও তাহাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে শতদ্রু কলকাতায় সংবর্ধিত করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের। শুধু তাই নয়, এইসব ব্যক্তিত্বদের মুখেই শোনা গিয়েছে তাঁদের জীবনের চড়াই-উতরাইয়ের কথা, প্রতিবন্ধকতা পেরিয়ে শিখরে ওঠার অভিজ্ঞতার কথা, যা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করে সকলকে।

কলকাতায় তেমনই ক্রীড়াপ্রেমীরা নীরজের মুখেই শুনতে পারবেন তাঁর জীবনের অনেক অজানা-কথা। সবমিলিয়ে নীরজকে কলকাতায় হাজির করিয়ে আরও একবার চমক দিতে চলেছেন শতদ্রু। নীরজের হাত দিয়েই সংবর্ধনা প্রদান করা হবে বাংলার প্রত্যন্ত প্রান্তে যাঁরা নানাভাবে সমাজসেবার সঙ্গে যুক্ত এমন মানুষজনকেও। শতদ্রুর এই উদ্যোগে হাত মিলিয়েছে জেএসডব্লু গ্রুপ, ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, অম্বুজা নেওটিয়া গ্রুপ-সহ বিভিন্ন বাণিজ্যিক সংস্থাও। অলিম্পিকে সোনা জয়ের পর অভিনব বিন্দ্রা যখন কলকাতায় এসেছিলেন তখন মধ্য কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিন্দ্রার পর অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দেওয়া নীরজের কলকাতায় আগমনের জন্যও তাই প্রতীক্ষার পালা চলছে।

এদিকে, গতকালই চণ্ডীগড়ের পাঞ্জাব ভবনে অলিম্পিক ও প্যারালিম্পিকে পদকজয়ীদের সংবর্ধিত করা হয় রাজ্য সরকারের তরফে। নীরজের হাতে তুলে দেওয়া হয় আড়াই কোটি টাকার চেক। পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী রানা গুরমিত সিং সোধি ঘোষণা করেন, পাঞ্জাবের উঠতি অ্যাথলিটদের যাতে নীরজ তাঁর সুবিধামতো প্রশিক্ষণ দিতে পারেন, তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন, জেলায় জেলায় তাঁকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। প্রতি বছর চাহিদা অনুযায়ী পাঞ্জাবের ক্রীড়া-নীতিতে রবদলের আশ্বাসও দিয়েছেন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী। অলিম্পিকে সোনা জিতে ফেরার পর নীরজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে টাটা এআইজ লাইফ ইনস্যুরেন্স। বেশ কয়েক বছরের জন্য নীরজের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে সংস্থাটি। আরও অন্তত ৫-৬টি লাক্সারি অটো ও অ্যাপারেল ব্র্যান্ডের সঙ্গেও নীরজের চুক্তি পাকা হতে চলেছে কয়েক সপ্তাহেই।

নীরজ এদিন উৎসাহিত করেছেন ভিনেশ ফোগাটকে। অলিম্পিয়ান কুস্তিগীরের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন নীরজ।


English summary
Tokyo Olympic Gold Medalist In Javelin Neeraj Chopra Will Attend Tahader Katha In Kolkata On Wednesday. Punjab Government To Rope In Neeraj To Train Budding Athletes Of The State.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X