For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন এমনও প্রাণী রয়েছে যারা অক্সিজেন গ্রহণ করে না! বিজ্ঞানীদের আবিষ্কারে চাঞ্চল্য

এমনও জন্তু রয়েছে যারা অক্সিজেন গ্রহণ করে না! বিজ্ঞানীদের আবিষ্কারে চাঞ্চল্য

Google Oneindia Bengali News

প্রাণী জগৎ নিয়ে এক অদ্ভুত আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক আবিষ্কারে বিজ্ঞানীরা খুঁজে পান যে এক প্রজাতির প্রাণী আছে যারা একটুও অক্সিজেন গ্রহণ করে না। নতুন এই আবিষ্কারে প্রাণী জগৎ নিয়ে বিজ্ঞানীদের মনোভাব পুরো বদলে দিয়েছে। জানা গিয়েছে ইজরায়েলের বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এই আবিষ্কারটি করেছে।

এই প্রাণী আবিষ্কার করেন ইজরায়েলের গবেষকরা

এই প্রাণী আবিষ্কার করেন ইজরায়েলের গবেষকরা

ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক দল গবেষক এই আবিষ্কার করে। সেই গবেষক দলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ডরথি হুকন। গবেষকের এই দল জানাচ্ছে হেন্নেগুয়া স্যামিনিকোলা নামক এক ক্ষুদ্র আকারের প্রাণী রয়েছে এই বিশ্বে যারা অক্সিজেন গ্রহণ করে না। এই ক্ষুদ্র প্রাণীর শরীরে মাত্র ১০টি কোষ। এই প্রাণীরা স্যামন মাছের কোষের মধ্যে থাকে।

'প্রাণী জগতের বিবর্তন অদ্ভুত দিকে যেতে পারে'

'প্রাণী জগতের বিবর্তন অদ্ভুত দিকে যেতে পারে'

এই বিষয়ে গবেষকদের প্রধান ডরথি হুকন বলেন, 'বায়বীয় নিশ্বাস প্রাণীতে সর্বপোরী বিষয় বলে মনে করা হত, তবে এখন এই আবিষ্কারের ফলে আমরা নিশ্চিত হলাম যে এটি তেমন নয়। আমাদের আবিষ্কার দেখায় যে বিবর্তন অদ্ভুত দিকে যেতে পারে। শক্তি সঞ্চারের ক্ষেত্রে বায়বীয় শ্বাস প্রশ্বাস একটি প্রধান উত্স। তবুও আমরা এমন একটি প্রাণী খুঁজে পেয়েছি যা এই প্রক্রিয়ায় শক্তি সঞ্চার করে না।'

কী ভাবে শক্তি সঞ্চার করে এই প্রাণী

কী ভাবে শক্তি সঞ্চার করে এই প্রাণী

তবে নিশ্বাস না নিলে কী ভাবে শক্তি সঞ্চার করে এই প্রাণী? এই বিষয়ে তিনি বলেন, 'এই পরজীবী শক্তি তৈরি করে কীভাবে তা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। এটি মাছের কোষ থেকে শক্তি গ্রহণ করে থাকতে পারে, বা এতে অক্সিজেনমুক্ত শ্বাস-প্রশ্বাসের মতো শ্বাস-প্রশ্বাসের বিভিন্ন ধরন থাকতে পারে যা সাধারণত অ্যানরোবিক অ-প্রাণীজ প্রাণীর বৈশিষ্ট্যযুক্ত।'

English summary
Scientists discover animal that doesn't breathe oxygen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X