For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবস নিয়ে এ কী বলে ফেললেন বিজেপির 'শিক্ষা' বিষয়ক মন্ত্রী ! দেখুন ভিডিও

দেশের ৬৯ তম প্রজাতন্ত্র দিবসে শুক্রবার সকাল থেকেই গোটা দেশ উৎসবে মাতোয়ারা। পাড়ায় পাড়ায়, গলিতে , শিক্ষা প্রতিষ্ঠানে, সমস্ত জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে পালিত হয় প্রজাতন্ত্র দিবস।

  • |
Google Oneindia Bengali News

দেশের ৬৯ তম প্রজাতন্ত্র দিবসে শুক্রবার সকাল থেকেই গোটা দেশ উৎসবে মাতোয়ারা। পাড়ায় পাড়ায়, গলিতে , শিক্ষা প্রতিষ্ঠানে, সমস্ত জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এমনই উৎসবের মেজাজে তাল কাটল বিজেপি শাসিত উত্তর প্রদেশে।

প্রজাতন্ত্র দিবস নিয়ে এ কী বলে ফেললেন বিজেপির 'শিক্ষা' বিষয়ক মন্ত্রী ! দেখুন ভিডিও

উত্তর প্রদেশের যোগী সরকারের শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সন্দীপ সিং আলিগড়ে একটি সভায় ভাষণ দিচ্ছিলেনয প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত এই সভায় ভাষণ দেওয়ার সময়, প্রজাতন্ত্র দিবসের 'বয়স' গুলিয়ে ফেলেন মন্ত্রী! ৬৯ তম প্রজাতন্ত্রের জায়গায় তিনি বলে ফেলেন ৫৯ তম প্রজাতন্ত্র দিবস। খোদ রাজ্যের শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রীর মুখে এমন ভুল শুনে, সভায় উপস্থিত অনেকেই নিজের কান কে বিশ্বাস করতে পারেননি। পরে যদিও সভায় মুখ চাপা হাসি অনেকের মুখেই ফুটে ওঠে!

উল্লেখ্য, এর আগে, আজ সকালে ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে দারুণ উন্মাদনা ছিল দিল্লির রাজপথে। এবছর আসিয়ানভুক্ত দশটি দেশের প্রধানদের আমন্ত্রণ জানানো হয় মুখ্য অতিথি হিসাবে। এই বছর সেনার মার্চ পাস্ট হয়, ভারতের পতাকার পাশাপাশি আশিয়ানের পতাকা হাতেও। মোট ট্যাবলো ছিল ২৩টি। প্রায় বেশিরভাগ রাজ্যের ট্যাবলো তো থাকবেই তার সঙ্গে মন কি বাত ট্যাবলো, সেনার ট্যাবলোও রাজপথে কারসাজি দেখায়।

English summary
A minister in the Yogi Adityanath governmnet in Uttar Pradesh on Friday made a faux pas and termed the 69th Republic Day as 59th.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X