For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

special economic zone act-এর জায়গাতে আনা হবে নয়া আইন! বাজেটে ঘোষণা নির্মলার

special economic zone act-এর জায়গাতে আনা হবে নয়া আইন! বাজেটে ঘোষণা নির্মলার

  • |
Google Oneindia Bengali News

Special Economic Zones (SEZ) Act-এ সংশোধন আনতে চায় কেন্দ্র। আজ মঙ্গলবার ২০২২-২৩ আর্থিক বছরের জন্যে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেখানে SEZ-এর পুরানো আইন বদলে নয়া আইন আনার কথা ভাবছে সরকার। এমনটাই জানান তিনি। এতে স্পেশাল ইকোনমিক জোন ছোট ও বড় শিল্পের সহায়ক হবে বলে মনে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুধু তাই নয়, আগামিদিনে এই ক্ষেত্রে রাজ্যগুলির সঙ্গেও কাজ করতে সাহায্য হবে বলে মত তাঁর।

special economic zone act-এর জায়গাতে আনা হবে নয়া আইন! বাজেটে ঘোষণা নির্মলার

এদিন বাজেট পেশ করার সময়ে এই বিষয়ে বক্তব্য রাখেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, সমস্ত শিল্পক্ষেত্রগুলিকে এই স্কিমের আওতায় আনা হবে। যাতে তাঁরা পরিকাঠামো এবং রফতানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পায় বলে মনে করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুধু তাই নয়, এতে রফতানি আরও বাড়ত বলে মত তাঁর। বিশেষ আর্থিক ক্ষেত্র অর্থাৎ SEZ এমন একটি অংশ যেখানে আলাদা আলাদা ভাবে আর্থিক নিয়ম থাকে। এতে বিদেশি কিংবা শিল্পপতিদের বিনিয়োগের কথা বলা হয়। সেজ অনেক সময়তেও export সেন্টার হিসাবেও কাজ করে। এই সমস্ত ক্ষেত্রে কাজ করে এমন সংস্থাগুলিতে কর ছাড় দেওয়া হয়। শুধু তাই নয়, export করার ক্ষেত্রেও অনেক কম শুল্ক দিতে হবে। এতে বিনিয়োগকারীর বেশ কয়েকটি ক্ষেত্রে সুবিধা হয়।

Special Economic Zones (SEZ) Act ২০০৬ সালে লাঘু করা হয়েছিল। যদিও বর্তমান অবস্থায় দাঁড়িয়ে অনেকটাই এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের উৎসাহ কমেছে। Minimum Alternate Tax সহ বেশ কয়েকটি চাপ চলে আসায় সেজের মহাত্ম অনেকটাই কমে গিয়েছে। এমনটাই মত অর্থনীতিবিদদের। বিনিয়োগকারীরা এই বিষয়ে বারবার দাবি জানিয়েছেন। যেখানে বেশ কিছু সুযোগ সুবিধার সঙ্গে বেশ কিছু ছাড়ের কথা বলা হয়েছে। আগে আয় করের উপর একটা ছাড় পাওয়া যেত। কিন্তু এখন সমস্তটাই অতীত!

তবে এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, আমরা করের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেব। এছাড়াও আরও বেশ কিছু ছাড়ের কথা জানিয়েছেন তিনি। তবে এই পরিবর্তন ৩০ সেপ্টেম্বরের আগে হবে বলেও স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই বলেছেন, এবারের বাজেট পরবর্তী ২৫ বছর অর্থাৎ ১০০ বছরের ভারতের দন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে। দিনের শুরুতে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন হয়ে সংসদ ভবনে পৌঁছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে বাজেটে মন্ত্রিসভার অনুমোদনের পরে ১১ টায় সংসদে বাজেট ভাষণ শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, মহামারী পরিস্থিতিতে যাতা স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন, তাঁদের প্রতি তিনি সহানুভূতিশীল। তবে এদিন বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।

English summary
Union Budget 2022: Sitharaman announces new law to be brought in place of special economic zone act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X