For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

sickle cell anemia আসলে ভয়ঙ্কর কোনও রোগ! বাজেটে এই বিষয়ে কী বললেন নির্মলা সীতারমণ

পোলিও কিংবা টিবি ভারতের স্বাস্থ্যক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছিল। তবে অ্যানিমিয়া ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। আর তা এতটাই গুরুত্বপূর্ণ যে নির্মলার বাজেট বক্তব্যেও এই বিষয়টি জায়গা করে নিয়েছে এদিন।

  • |
Google Oneindia Bengali News

Budget 2023: স্বাস্থ্যখাতে ( (Health budget ) আজ বুধবার একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে একাধিক ঘোষণার মধ্যেও এদিন নির্মলার একটি ঘোষণা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ২০৪৭ সালের মধ্যে এনোমিয়া উপড়ে ফেলার (Health budget 2023 focus on eradicate sickle anemia by 2047)' কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তা সবার নজর কেড়েছে। বিশেষ করে পলিও এবং টিবির পর কেন সরকার এই রোগ নিয়ে চিন্তিত তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। sickle cell anemia আসলে কি এর লক্ষ্মণই বা আসলে কী রয়েছে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল-

sickle cell anemia আসলে কি?

sickle cell anemia আসলে কি?

sickle cell anemia আসলে রক্ত সংক্রান্ত একটি অসুখ! এই রোগে লোহিত রক্ত কণিকার ( Red Blood Cell) আকার পরিবর্তন হতে থাকে। এই রেড ব্লাড সেলগুলি গোলাকার হয়ে থাকে। আবার তা থেকে অন্য একটু বাঁকা হয়ে যায়। আর তা রক্তনালীতে বাধা হয়ে দাঁড়ায়। এটি একটি জেনেটিক অসুখ। যা কিনা শরীরে নতুন রক্ত তৈরির করার ক্ষমতাই চলে যায়। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হলে শরীরে রক্তের পরিমাণ ক্রমশ কমতে থাকে। আর সেই কারণে একাধিক লক্ষণও নজরে আসে এর মাধ্যমে।

Sickle cell anemia লক্ষণ এক নজরে-

Sickle cell anemia লক্ষণ এক নজরে-

Sickle cell anemia-তে আক্রান্ত বাচ্চারা বেশি হয়ে থাকে। ছোট থেকেই আক্রান্ত হন তারা। একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে আক্রান্ত হলে হাড় এবং মাংসপেশীতে তীব্র যন্ত্রণা হয়। লিভার নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। নতুন করে যাতে শরীরে রক্ত তৈরি না হয় সেজন্যে বার রক্ত নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। শুধু তাই নয়, শরীর ফুলে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হতে পারে বলে মত চিকিৎসকদের।

Sickle cell anemia-এর চিকিৎসা সম্ভব

Sickle cell anemia-এর চিকিৎসা সম্ভব

Sickle cell anemia-এতে আক্রান্ত কিনা তা ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায়। যদিও এই রোগে আক্রান্তের চিকিৎসা কীভাবে তা বিজ্ঞান এখনও দেখাতে পারিনি। তবে স্টেম সেল বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সিকেল সেল রোগের একমাত্র নিরাময়। কিন্তু ফলিক এসিড ট্যাবলেট এবং কিছু তরল ইত্যাদির সাহায্যে এর লক্ষণ কমানোর চেষ্টা করা হয়। তবে এই বিষয়ে সন্দেহ রয়েছে চিকিৎসকদের।

ভারতে Sickle cell anemia-এর ছবিটা কেমন?

ভারতে Sickle cell anemia-এর ছবিটা কেমন?

একটি সমীক্ষাতে দেখা যায় ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে ৫৮ শতাংশ বাচ্চা এবং ৫৩ শতাংশ মহিলা এই রোগে আক্রান্ত। সরকারের একটি রিপোর্ট বলছে, ভারতের জনসংখ্যার তিন শতাংশ সিকেল সেল অ্যানিমিয়ায় ভুগছে। অন্য ২৩ শতাংশ নয় বাহক কিংবা তাঁর জিন থেকে রোগের বিস্তার ঘটছে। তবে ২০১৮ সালে এই রোগের উপর বিশেষ নজর দেওয়া হয়। কিন্তু এরপরেও ভারতের মতো দেশে Sickle cell anemia -এর মতো রোগ বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে। শুধু তাই নয়, তা বাড়ছে বলেই খবর।

কীভাবে পূরণ হবে টার্গেট

কীভাবে পূরণ হবে টার্গেট

আগামী ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে Sickle cell anemia নির্মুলের টার্গেট নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে তা হবে? যদিও সরকার এই বিষয়ে প্রথমদিন থেকেই চেষ্টা করছে। ২০১৮ সালে নতুন করে কেন্দ্রীয় সরকার অ্যানিমিয়া মুক্ত ভারত গড়ার নীতি নিয়েছিল। যার মধ্যে ব্যাপক ভাবে সচেতনতা বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। শুধু তাই নয়, অভিযান, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে রক্তাল্পতার পরীক্ষা ও চিকিত্সা, সুরক্ষিত খাবারের ব্যবস্থা করা সহ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী কাজ করা হচ্ছে বলে খবর।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

English summary
Finance minister says govt to start a mission to eradicate sickle cell anaemia, know about the desease
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X